লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর অবশেষে ট্রফি জিতল বার্সেলোনা। সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল বার্সা। জাভি কোচ হয়ে আসার পর বার্সালোনার এটি প্রথম ট্রফি। সৌদি আরবের রিয়াদে এল ক্লাসিকোতে দুরন্ত ফুটবল খেলে করিম বেঞ্জিমাদের দাঁড়াতেই দিলেন না রবার্ট লেওয়ানডস্কিরা। কিং ফওয়াদ স্টেডিয়ামে গাভির ৩৩ মিনিটের গোলে এগিয়ে যায় বার্সা। এরপর বিরতির ঠিক আগে লেওয়নডস্কি ম্যাচের ফল ২-০ করেন।
ম্যাচের ৬৯ মিনিটে বার্সার ব্যবধান বাড়ান পেদ্রি। খেলা শেষের ঠিক আগে রিয়ালের হয়ে গোলটি করেন বেঞ্জিমা। ২০২১ সালে কোপা দেল রে-র পর এই প্রথম ট্রফি জিতল জাভির দল। ২০১৯ সাল থেকে চার দলের নতুন ফর্ম্যাটে সুপার কাপ শুরু হওয়ার পর থেকে এই প্রথম এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। এবার নিয়ে মোট ১৪ বার সুপার কাপ চ্যাম্পিয়ন হল বার্সালোনা।
দেখুন ছবিতে
Your new favorite pic pic.twitter.com/pN9a3LXzX5
— FC Barcelona (@FCBarcelona) January 15, 2023
দেখুন ভিডিয়ো
El FC BARCELONA ha VUELTO y de qué manera. pic.twitter.com/mAU1iQc6af
— Mateu Alemany Font (@MPadremanyFont) January 15, 2023
ট্রফি হাতে বার্সার ফুটবলার
Barcelona are so lucky to have this trio ? pic.twitter.com/dFX7JPd966
— GOAL (@goal) January 15, 2023
লা লিগায় বার্সা এখন শীর্ষে আছে। রিয়াল মাদ্রিদের (১৬ ম্যাচে ৩৮) চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে বার্সা।