PSG. (Photo Credits:Twitter)

সদ্য সমাপ্ত মরসুমে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপেদের কোচকে গ্রেফতার করল ফরাসি পুলিশ। পিএসজি-কে ফরাসি লিগ চ্যাম্পিয়ন করানো কোচ ক্রিস্টোফে গালতিয়ের এখন জেলে। চলতি মাসে পিএসজি-র কোচ থেকে বরখাস্ত হন তিনি। মেসিদের প্রাক্তন কোচের বিরুদ্ধে অভিযোগ বর্ণবিদ্বেষী ও ধর্ম নিয়ে অশ্লীল মন্তব্যে ফুটবালরকে আক্রমণ করা। যার প্রমাণ মেলার পর তাঁকে জেলে পাঠানো হয়। ক্রিস্টোফের পাশাপাশি তাঁর ছেলেও একই অভিযোগ গ্রেফতার করা হয়েছে।

৫৬ বছরের ক্রিস্টোফে গালতিয়েরের বিরুদ্ধে অভিযোগ, ২০২১-২২ মরসুমে তিনি তাঁর পুরনো ক্লাব নাইস কোচিং করানোর সময় বর্ণ ও ধর্ম নিয়ে অশ্রাব্য কথা বলেছিলেন এক ফুটবলারকে। তাঁর কোচিংয়ে মেগা তারকাদের নিয়ে দল গড়েও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখথুবড়ে পড়েছিল পিএসজি।

এক ইমেল বার্তায় নাইসের এক কর্তাকে কোচ গালতিয়ের লিখেছিলেন, এমন দল করেছো যার অর্ধেক কালো রঙের ভূত আর বাকি অর্ধেক শুক্রবার মসজিদে গিয়ে পড়ে থাকে।"

দেখুন টুইট

দেশের লিগে জিতলেও মেসি, এমবাপেদের মত তারকা থাকলেও সারা মরসুমে দশটা হারের মুখে পড়েছিল প্যারিসের এই ধনকুবের ক্লাব।