Prithvi Shaw Ruled Out of Royal ODI London Cup (Photo Credit: Johns./X)

Prithvi Shaw: পুরোপুরি হারিয়ে যেতে যেতে ফিরে এলেন ভারতের তারকা ওপেনার পৃথ্বী শ। মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি খেলতে নেমে এবার কার্যত বিস্ফোরণ ঘটালেন পৃথ্বী। চণ্ডিগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে পৃথ্বী ১৫৬ বলে ২২২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন। ১৪১ বলে ডবল সেঞ্চুরি হাঁকান ২৫ বছরের মহারাষ্ট্রের এই তারকা ওপেনার। রঞ্জি ট্রফির এলিট গ্রুপের ইতিহাসে পৃথ্বী এদিন দ্বিতীয় দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন। চণ্ডিগড়ের মাঠে পৃথ্বী হাঁকালেন ২৯টি বাউন্ডারি, ৫টি ওভার বাউন্ডারি, স্ট্রাইক রেট ১৪২। চলতি রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ৮ রানে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে একেবারে নজির গড়া ডবল সেঞ্চুরি করলেন পৃথ্বী। তার আগে এদিন চণ্ডিগড়ে ৭২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

কেরলের বিরুদ্ধে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন পৃথ্বী

চলতি রঞ্জিতে মহারাষ্ট্রের হয়ে প্রথম ম্যাচে কেরলের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন ২৫ বছরের পৃথ্বী।

পৃথ্বীর দুরন্ত ইনিংস

১৮ বছর বয়েসে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল পৃথ্বীর

দেশের হয়ে ৫টি টেস্ট খেলে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি আছে ২৫ বছরের মহারাষ্ট্রের এই তারকা ক্রিকেটার। অভিষেক টেস্টে সেঞ্চুরি, কনিষ্ঠতম ক্রিকেটার (১৮ বছর ৩২৯ দিন) হিসাবে টেস্ট সেঞ্চুরি-র মত বড় নজির গড়ার পর শৃঙ্খলাহীনতার কারণে দল থেকে বাদ পড়েন পৃথ্বী। দেশের হয়ে শেষবার খেলেছেন ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে। ৫টি টেস্টের পাশাপাশি ৬টি ওয়ানডে ও ১টি আন্তর্জাতিক টি-২০ খেলেন পৃথ্বী। একটা সময় সচিন তেন্ডুলকরের প্রতিভার সঙ্গে তুলনা হওয়া পৃথ্বী দেশের জার্সিতে চমকপ্রদ পারফরম্যান্সের পর হারিয়ে গিয়ে এখন আর আইপিএলে খেলার সুযোগ পান না। মুম্বই দল থেকে বাদ পড়ার আশঙ্কায় এবার পৃথ্বী খেলছেন মহারাষ্ট্রের হয়ে।