নতুন দিল্লি, ১২ অগাস্ট: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দারুণ ফল করছেন ভারতীয় ক্রীড়াবিদরা। সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় চার নম্বরে শেষ করে ভারত (মোট ৬১টি পদক)। বার্মিংহ্যামে পদকজয়ী সব ভারতীয় ক্রীড়াবিদদের আগামিকাল, শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী।
গেমস চলাকালীন পদকজয়ীদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার আগামিকাল, শনিবার পিভি সিন্ধু, মীরাবাঈ চানু, অচিন্ত্য শিউলি-দের সঙ্গে মুখোমুখি কথা বলবেন মোদী। আরও পড়ুন India vs Pakistan in Asia Cup 2022: কবে, কখন হবে ভারত-পাকিস্তান ম্যাচ-
দেখুন টুইট
Prime Minister Narendra Modi to host all the medal winners of the #CommonwealthGames2022 at his official residence in Delhi at 11AM tomorrow. pic.twitter.com/yBAb2vm8Sc
— ANI (@ANI) August 12, 2022
গেমস শুরুর আগেও দেশের ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারত অ্যাথলেটিক্স সহ মোট ১১টি খেলা ও ২টি প্যারা ইভেন্ট থেকে পদক জেতে। কুস্তি থেকে ভারত সবচেয়ে বেশি মোট ৬টি সোনা জেতে। লন বোলস, ক্রিকেটে প্রথমবার কমনওয়েলথ গেমসে পদক জিতেছে ভারত।