Praveen Kumar wins gold in men high jump T64. (Photo Credits: X)

টোকিও প্যারিলিম্পিকের সাফল্যকে ছাপিয়ে গেল প্যারিসের পারফরম্যান্স। টোকিও প্যারালিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদরা ৫টি সোনা সহ ১৯টি পদক জিতেছিলেন। শুক্রবার হাইজাম্পের T64 ইভেন্টে প্রবীণ কুমার (Praveen Kumar) সোনা জেতার পর টিম ইন্ডিয়ার টোকিও-প্যারালিম্পিক্সে ভারতের ৬টি সোনা জেতা হয়ে গেল। টোকিও অলিম্পিকে প্রবীণ জিতেছিলেন রুপো, এদিন আইফেল টাওয়ারের দেশে তিনি এশিয়ান রেকর্ড গড়ে ২.০৮ মিটার লাফিয়ে সোনা জিতলেন। টোকিওয়ে মাত্র ১৮ বছর বয়েসে রুপো জিতে, প্যারিলিম্পিক্সের ইতিহাসে ভারতের কনিষ্ঠতম পদকজয়ী হওয়ার নজির গড়েছিলেন তিনি। এদিন প্রবীণের সোনার পর ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২৬। প্যারিসে একেবারে চমকপ্রদ ফল করছেন ভারতের প্যারা অ্যাথলিটরা।

প্যারিস প্যারিলম্পিক্সে হাইজাম্প থেকে ভারত মোট তিনটি পদক পেল। T63 বিভাগে রুপো জেতেন শরদ কুমার আর ব্রোঞ্জ পান মারিয়াপ্পান থাগাভেলু। আরক এবার T62-এ সোনা জিতলেন প্রবীণ। আরও পড়ুন-নিউজিল্যান্ড ক্রিকেটের কোচিং দলে যোগ বিক্রম রাঠোর ও রঙ্গনা হেরাথের

প্যারা হাইজাম্পে সোনা জিতলেন প্রবীণ কুমার

চলতি প্যারিস প্যারালিম্পিক্সে ভারত মোট ৬টি সোনা, ৯টি রুপো ও ১১টি ব্রোঞ্জ জিতেছেন। ভারত এখন পদক তালিকায় ১৪তম স্থানে আছে। প্রথম দশে থাকা দেশগুলির অন্তত ৯টি সোনার পদক আছে।

প্যারিস প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের ৬টি সোনার পদক জয়ীরা

১) অবনী লেখারা (শ্যুটিং/R2 ১০ মিটার এয়ার রাইফেল )

২) নীতেশ কুমার (ব্যাডমিন্টন/SL3 পুরুষদের সিঙ্গলস) )

৩) সুমিত আন্তিল (জ্যাভলিন থ্রো/ F64 পুরুষদের)

৪) হরবিন্দর সিং (তিরন্দাজি/ব্যক্তিগত রিকার্ভ))

৫) ধর্মেন্দ্র নাইন (ক্লাব থ্রো/F51 পুরুষদের)

৬) প্রবীণ কুমার (হাইজাম্প/T64 পুরুষদের)