Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকের প্রথম দিনের শুরুতে শ্যুটিং রেঞ্জ থেকে ফের হৃদয়ভঙ্গ হয়ে যাওয়ার খবর ভারতীয়দের জন্য। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে একটুর জন্য ফাইনালে উঠতে পারলেন না ভারতের তারকা শ্যুটার সরবজিত সিং। কোয়ালিফিকেশন রাউন্ড থেকে প্রথম আটজন শ্যুটার ফাইনালে ওঠার কথা ছিল। কিন্তু জার্মান শ্যুটার ও সরবজিত দুজনেই ৫৭৭ পয়েন্ট সংগ্রহ করে আট নম্বরে শেষ করে।
তাই ফাইনালে দু'জনের মধ্যে কে খেলবেন তা ঠিক করতে নিয়ম মেনে 'ইনার পয়েন্ট'বিবেচ্য হয়। যেখানে জার্মান শ্য়ুটার ১৭ ও সরবজিত ১৬ পয়েন্ট পান। ফলে ফাইনালে যাওয়ার লড়াই থেকে ছিটকে যান সরবজিত।
দেখুন খবরটি
Dear o dear 💔
Heartbreak for Sarabjot as missed out on Final spot by a whisker!
Both Sarabjot (9th placed) & German shooter were tied on same points (577); but German is through to Final based on higher inner 10s (17 & 16 respectively) #Paris2024#paris2024withIASpic.twitter.com/X5yVVk6og0
— India_AllSports (@India_AllSports) July 27, 2024
এর আগে ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে একটুর জন্য সেমিফাইনালে উঠতে পারেনি ভারতের জুটি রমিতা জিন্দাল ও অর্জুন বাবুতা। পয়েন্টের বিচারে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড পেয়ার বিভাগে ষষ্ঠ হয় ভারত। এই বিভাগে সোনা জেতে চিন, রুপো দক্ষিণ কোরিয়া ও ব্রোঞ্জ দক্ষিণ কোরিয়া।