Indians At paralympics Photo Credit: X

প্যারিসে আজ (২৮ অগস্ট) থেকে শুরু হচ্ছে ২০২৪ এর প্যারালিম্পিকের  (ParalympicsGames 2024) আসর। বিশ্বের বৃহৎ প্যারা অ্যাথলিটদের এই ইভেন্ট চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রথম ফ্রান্স গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমসের আয়োজন করেছে। জীবনে পরাজিত কিন্তু  খেলার মাঠে অনেক চ্যালেঞ্জকে চুটকিতে উড়িয়ে দেওয়া  ভারতীয় প্যারা-অ্যাথলেটদের ৮৪ জনের শক্তিশালী দল এবার এই প্রতিযোগিতায় যোগ নিচ্ছেন। দেশের ইতিহাসে ও প্যারালিম্পিক্সের ইতিহাসে এটা হল ভারতের সর্ব বৃহৎ দল। প্যারালিম্পিকসের ২২-টি বিভাগের মধ্যে ১২-টিতে ভারতীয় প্রতিযোগীরা অংশ নেবেন। এর মধ্যে রয়েছে প্যারা সাইক্লিং, প্যারা জুডো এবং প্যারা রোয়িং।

ভারতের প্যরালিম্পিয়ানরা এখনও পর্যন্ত মোট ৯টি সোনা, ১২টি রুপো ও ১০টি ব্রোঞ্জ জিতেছেন প্যারালিম্পিক্সের আসর থেকে। প্যারালিম্পিক্সের আসরে এই নিয়ে ১১ বার অংশ নিতে চলেছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। ১৯৬০ সালে প্রথমবার প্যারালিম্পিক্সের আসর বসে।২০২১সালে টোকিও প্যারালিম্পিক্সের আসরে এখনও পর্যন্ত ভারতের প্যারা অ্যাথলিটরা সবচেয়ে ভাল পারফর্ম করেছেন। মোট ১৯টি পদক জিতেছিলেন তাঁরা। ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের প্যারা অ্য়াথলিটরা। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি গেমস্ সম্প্রচারের জন্য ইউটিউবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।