অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে পাকিস্তানের লজ্জার হারের ট্র্যাডিশন অব্যাহত থাকল। ২৪ বছর ধরে অস্ট্রেলিয়ায় টেস্ট জিততে না পারা পাকিস্তান এবারও অজি সফরের শুরুতে বড় ধাক্কা খেল। প্যাট কামিন্সদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের প্রথম খেলায় শন মাসুদের নেতৃত্বে খেলা পাকিস্তান হারল ৩৬০ রানে। এদিন পারথে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৯ রানে অল আউট হলেন শান মাসুদ-বাবর আজম-রা। অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৫টা টেস্টে হারার লজ্জার নজির গড়ল পাকিস্তান।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৩ রানে ডিক্লেয়ার ঘোষণার পর পাকিস্তানকে জিততে হলে করতে হত ৪৫০ রান। সেখানে বাবর আজমরা ৩০ ওভারে মাত্র ৮৯ রানে অল আউট হয়ে গেলেন। দু অঙ্কের না করলেন মাত্র তিন জন পাক ব্যাটার- ইমাম উল হক (১০), বাবর আজম (১৪) ও সউদ শাকিল (২৪)। অধিনায়ক শান মাসুদ দু রানে আউট হন। ৪ উইকেটে ৫৬ থেকে পাকিস্তানের শেষ ৬টি উইকেট পড়ে ৩৩ রানে। দ্বিতীয় ইনংসে তিনটি করে উইকেট নেন অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও জোস হ্য়াজেলউড। দুটি উইকেট নিয়ে টেস্টে পাঁচশো উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন অজি স্পিনার ন্যাথান লিঁয়। টেস্টে লিঁয়-র মোট শিকার দাঁড়াল ৫০১টি। দুনিয়ার অষ্টম ও তৃতীয় অজি বোলার হিসেবে টেস্টে পাঁচশো উইকেটশিকারের এলিট ক্লাবে জায়গা করে নিলেন লিঁয়। আরও পড়ুন-
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার; জানুন দু'দলের একাদশ
দেখুন স্কোরবোর্ড
Australia secure a huge victory over Pakistan in the first Test 💪#WTC25 | #AUSvPAK | 📝: https://t.co/MqqkeNpidD pic.twitter.com/prIgoisgLz
— ICC (@ICC) December 17, 2023
প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের দুরন্ত ১৬৪ ও মিচেল মার্শ-৯০ রানের ইনিংসের সৌজন্য অজিরা করেছিল ৪৮৭। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ২৭১ রানে অল আউট হয়ে যায়। পাকিস্তানের প্রথম ইনিংসে সর্বোচ্চ স্কোরার ছিলেন ওপেনার ইমাম উল হক (৬২)। বাবর আজম (২১) সেট হওয়ার মুখে আউট হয়ে গিয়েছিলেন। লিঁয় ৩টি ও স্টার্ক, কামিন্স দুটি করে উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ২৩৩ রানের পিছনে বড় ভূমিকা নেন অজি ওপেনার উসমান খোয়াজ (৯০) ও মিচেল মার্শ (৬৩)।
দুই ইনিংস মিলিয়ে ১৫৩ ও বল হাতে অবদান রাখায় পারথ টেস্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে।
পারথে টেস্টের সংক্ষিপ্ত স্কোরবোর্ড
অস্ট্রেলিয়া-৪৮৭, ২৩৩/৫ (ডি:)
পাকিস্তান- ২৭১, ৮৯
অস্ট্রেলিয়া জয়ী ৩৬০ রানে। ম্যাচের সেরা-মিচেল মার্শ।