গতকাল, সোমবার চেন্নাই বিশ্বকাপের ম্য়াচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে আফগানিস্তান। এই প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারায়, এবং দুটো ম্যাচ জয়ের নজির গড়ে আফগানরা। পাকিস্তান থেকে আফগানদের তাড়ানো ইস্যুতে দু দেশের সম্পর্ক বেশ খারাপ হয়েছে। এমন সময়ে পাকিস্তানের বিরুদ্ধে রশিদ খানদের জয় আফগানদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি হয়েছে। ক্রিকেটই আফগানদের একমাত্র খুশির উতস।

সেই খেলার বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর আফগানরা খুশিতে রাস্তায় নেমে উদযাপন করতে থাকেন। কাবুল থেকে কান্দাহারের আকাশ আতসবাজিতে ঢেকে যায়। যেন অকাল দিওয়ালি নেমে আসে কাবুল থেকে কান্দাহার। আরও পড়ুন-১ হাজার ১৬৮ বল পর অবশেষে পাওয়ার প্লে-তে ছক্কা হাঁকাল পাকিস্তান

তবে তালিবান শাসকরা দেশের মানুষদের এই খুশিকে মেনে নিতে পারেনি। তেমনটাই দাবি আন্তর্জাতিক মহলের। এক ভিডিয়ো এখন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল যাতে দেখা যাচ্ছে, কান্দাহারের রাস্তায় ক্রিকেট বিশ্বকাপে জয়ের খুশিতে মাতোয়ারা মানুষদের মারছে তালিবান নেতা।

দেখুন ভিডিয়ো

গতকাল, চিপকে পাকিস্তানের বিরুদ্ধে ২৮২ রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতে ২ উইকেট হারিয়ে অনায়াসে পাকিস্তানকে ধরাশায়ী করেন রশিদ খানরা। আফগানদের ঐতিহাসিক জয়ে নায়ক টপ অর্ডারের তিন ব্যাটার- রহমানুল্লা গুরবাজ (৬৫), ইব্রাহিম জার্দান (৮৭), রহমত শাহ (৭৭)। জয়ে বড় অবদান রাখলেন ৪৯ রানে ৩ উইকেট নেওয়া আফগান স্পিনার নুর আহমেদ। ম্য়াচ সেরার পুরস্কার নিয়ে জার্দান সেই পুরস্কার সেইসব আফগানদের উতসর্গ করলেন যাদের পাকিস্তানের মাটি থেকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছ।