Novak Djokovic. (Photo Credits: X)

মেলবোর্ন, ১৯ জানুয়ারি: বুড়ো হাড়ে ভেল্কি। রেকর্ড ১৫ বার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। রবিবার মেলবোর্ন পার্কে চেক প্রজাতন্ত্রের জিরি লেহচাককে স্ট্রেট সেটে ৬-৩, ৬-৪, ৭-৬ হারিয়ে শেষ আটে উঠলেন জকোভিচ। তবে দুরন্ত জয়ের পর কোর্টের মধ্যে ইন্টারভিউ শুরুর মুখে দর্শকাসন থেকে কটুক্তি শুনে বিরক্ত হয়ে মাঠ ছাড়েন জকোভিচ।

রেকর্ড ১৫ বার অজি ওপেনের কোয়ার্টার ফাইনালে

গ্র্যান্ডস্লামের ইতিহাসে সবচেয়ে বেশী ৬৩ বার খেলার নজির গড়তে চলেছেন টেনিস বিশ্বের আদরের জোকার। অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বেশীবার কোয়ার্টার ফাইনালে ওঠার বিষয়ে রজার ফেডরারের রেকর্ডও এদিন ছুঁলেন জকোভিচ। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে স্পেনের তারকা তথা তৃতীয় বাছাই আলকারাজের বিরুদ্ধে খেলবেন সপ্তম বাছাই জকোভিচ। এই ম্যাচটাকেই ফাইনাল হিসেবে ধরছেন বিশেষজ্ঞরা। সবাই বলছেন, ৩৭ বছরের জকোভিচ বনাম ২১ বছরের আলকারাজের মধ্যে যিনি কোয়ার্টার ফাইনাল জিতবেন খেতাব তারই হবে। যদিও এখনও শীর্ষ বাছাই তথা গতবারের চ্যাম্পিয়ন জান্নিক সিনার বেশ বালই খেলছেন।

ক্ষুব্ধ জকোভিচ

প্রসঙ্গত, দশবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ গতবার সেমিফাইনালে হেরেছিলেন জানিক সিনারের বিরুদ্ধে।

জকোভিচ বনাম আলকারাজ

গতবার উইম্বলডনের ফাইনালে আলকারাজের কাছে হেরে সাম্রাজ্য হারান সার্বিয়ান তারক। তবে কয়েক মাস বাদে প্যারিস অলিম্পিকের ফাইনালে আলকারাজকে হারিয়ে সোনা জিতেছিলেন জকোভিচ। গ্র্যান্ডস্লামে এখনও পর্যন্ত জকোভিচ ও আলকারাজ মোট তিনবার মুখোমুখি হয়েছেন, তার মধ্যে জকোভিচ জিতেছিন ২বার, আর একবার আলকারাজ। জকোভিচ তাঁর ২০ বছরের বেশী দীর্ঘ কেরিয়ারে রেকর্ড ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। সেখানে আগামীর মহাতারকা হিসেবে ধরা আলকারাজ এখনও পর্যন্ত মোট ৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। দুবার উইম্বলডন, একবার করে ফরাসি ও ইউএস ওপেন জিতলেও এখনও পর্যন্ত হার্ড কোর্টের অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জেতা তো দূরে থাক, কখনও সেমিফাইনালে উঠতে পারেননি।