লন্ডন, ১১ জুলাই: অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেনের পর বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডনেও চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। রবিবার ফাইনালে ইতালির মাত্তেও বারেত্তিনি (Matteo Berrettini)- র বিরুদ্ধে প্রথম সেটে হেরেও চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি জকোভিচ। ফাইনালে প্রথম সেটে ৬-৭ হারের পর জকোভিচ ৬-৪, ৬-৪, ৬-৩ বাকি তিনটে সেটে জিতে উইম্বলডন খেতাব জিতলেন। গত বছর করোনার কারণে উইম্বলডন আয়োজত হয়নি। এবারের আগে ২০১৯ সালে হওয়া শেষ উইম্বলডনেও জকোভিচ চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯-র ২০২১ উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন জোকার।
এই খেতাব জয়ের ফলে পুরুষদের সিঙ্গলসে সর্বকালের সবচেয়ে বেশিবার গ্র্যান্ডস্লাম খেতাব জয়ের বিষয়ে রজার ফেডেরার, রাফায়েল নাদালকে ধরে ফেললেন জকোভিচ। ফেডেরার, নাদালের মত জকোভিচও এখন ২০টা গ্র্যান্ডস্লাম জিতে ফেললেন।
This legendary tale gains yet another chapter.@DjokerNole is the #Wimbledon champion for a sixth time pic.twitter.com/3nTlNNMJY2
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
৯ বার অস্ট্রেলিয়ান ওপেন, ৬বার উইম্বলডন, তিনবার ইউএস ওপেন ও দু বার ফরাসি ওপেন জিতে ফেডেরার, নাদালকে টপকে যাওয়া জকোভিচের কাছে এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
Six tastes so good 🌱#Wimbledon | @DjokerNole pic.twitter.com/uPisSDidLV
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
এবারের পুরো উইম্বলডনে মাত্র দুটো সেট খুইয়েছেন জকোভিচ। এতেই বোঝা যাচ্ছে দুনিয়ার এক নম্বর খেলোয়াড় জকোভিচ এবারের উইম্বলডনে ঠিক কতটা দাপট দেখিয়েছেন। তবে শুধু এবারের উইম্বলডন কেন, জোকার এখন যে ফর্মে আছেন টেনিস বিশ্বের কেউ তাঁকে থামাতে পারবেন কি না সে প্রশ্ন আছে।
চলতি বছর যতগুলো গ্র্যান্ডস্লাম হয়েছে সব কটাই জিতলেন। এবার টোকিও অলিম্পিকে খেলতে রওনা দেবেন জকোভিচ। টোকিওতে সোনা জিততে তিনিই যে ফেভারিট তা নিয়ে কোনও সন্দেহ নেই। তার পর বছরের শেষ গ্র্যান্ডস্লাম, ইউএস ওপেন। বছরের চারটে গ্র্যান্ডস্লাম ও সে বছরেই অলিম্পিকে সোনা জয়ের বিরল নজির গড়ার সুযোগ জকোভিচের সামনে। ওপেন এরায় ক্যালেন্ডার স্লাম বা বছরের চারটে গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড এ আগে মাত্র একবারই হয়েছে। সেটাও করার সুযোগ জকোভিচের সামনে। ষষ্ঠ উইম্বলডন খেতাব হাতে জকোভিচ বললেন, তাঁর নজর সে দিকে থেকেই।