হাংঝৌ এশিয়ান গেমসে তিনি সোনা জিতবেনই। এমনটা বলছিলেন সবাই। বলবেন নাই বা কেন, গত দু'বার তিনিই বিশ্বচ্যাম্পিয়ন। এবার এশিয়ান গেমসে শুরুতেই হারিয়েছেন সবচেয়ে বড় প্রতিপক্ষকে। কিন্তু ভারতের তারকা বক্সার নিখাত জারিন ( Nikhat Zareen) অপ্রত্যাশিতভাবে সেমিফাইনালে হেরে গেলেন। অপ্রত্যাশিতভাবে সেমিফাইনালে হেরে গেলেন।
রবিবার মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাতকে সেমিফাইনালে ৩-২ হারালেন তাইল্যান্ডের রাকসাট সি। সেমিতে হারায় ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হবে তেলেঙ্গনার ২৭ বছরের তারকা বক্সারকে।
কোয়ার্টার ফাইনালে মাত্র ৫৩ সেকেন্ডের মধ্যেই জর্ডনের নাসার হানানকে সহজেই হারিয়ে ছিলেন নিখাত। এশিয়াডে সেমিফাইনালে ওঠার সুবাদে নিখাত ২০২৪ প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা পেয়েছেন। মহিলাদের বক্সিংয়ে এবার ফাইনালে ওঠার ম্যাচে খেলবে ভারতের তিন বক্সার প্রীতি পাওয়ার, লাভলিনা ও পারভিন হুডার।