Matthew Forde. (Photo Credits: X)

IRE vs WI: ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে যুগ্মভাবে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্দে (Matthew Forde)। শুক্রবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে হাফ সেঞ্চুরি করলেন বার্বাডোজের ২৩ বছরের পেসার-অলরাউন্ডার ফোর্দে (Forde)। ওয়ানডে-তে দ্রুততম হাফ সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স-এর রেকর্ড এদিন ছুঁলেন ফোর্দে।

২০১৫ সালে জোহানেসনার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ডেভিলিয়ার্স। ডাবলিনে শেষ পর্যন্ত এদিন ১৯ বলে ৫৮ রানে আউট হন ফোর্দে। মারেন ৮টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারি।

ম্যাথুর কীর্তি

ওয়েস্ট ইন্ডিজ করল ৩৫২ রান

এদিন আইরিশদের বিরুদ্ধে তিন নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকান ক্যারিবিয়ান ব্যাটার কেয়াসি কার্টি (Keacy Carty)। কার্টি, ফোর্দে ঝড়ে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করে ৩৫২ রান। সিরিজের প্রথম ম্য়াচে আয়ারল্যান্ড ১২৪ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে থেকে এদিন খেলতে নেমেছেন আইরিশরা।