মেরি কম। ফাইল ছবি। (Photo Credits: IOA/Twitter)

World Women's Boxing Championship 2019: আরও একবার ইতিহাস মেরি কম (Mary Kom)-এর। বিশ্বের প্রথম মহিলা বক্সার হিসাবে ৮টা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা নিশ্চিত করলেন মেরি কম। যে মেরি কম ২০১২ লন্ডন অলিম্পিকে দেশের প্রথম বক্সার হিসাবে পদক জিতেছিলেন। রাশিয়ার উলান-উদেতে মহিলাদের বিশ্ব মহিলা চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করে নয়া নজির গড়লেন মেরি কম। মহিলাদের ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ৩৬ বছরের তারকা এই ভারতীয় বক্সার ৫-০ ধরাশায়ী করলেন রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ইনগার্ট ভ্যালেন্সিয়াকে।

সেমিফাইনালে ওঠায় মেরি কমের পদক নিশ্চিত হল। এখন বিশ্ব মিটে মেরি কমের সামনে একটা প্রশ্ন। কোন পদক তিনি জিতবেন। গত বছর নয়া দিল্লিতে আয়োজিত বিশ্বমিটে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর ষষ্ঠ সোনা জিতেছিলেন মেরি কম।  ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০, ২০১৮-তে বিশ্বমিটে সোনা জেতেন মেরি। ২০০১ বিশ্বমিটে রুপো জিতে শুরু হয়েছিল তাঁর মহাসাফল্যের কেরিয়ার। আরও পড়ুন-রবীন্দ্র জাদেজার বলে ক্লিন বোল্ড বিরাট কোহলি

আগামী শনিবার, সেমিফাইনালে মেরি এবার খেলবেন দ্বিতীয় বাছাই তুর্কির বুসেনয়াজ কাকিরোগোলুর বিরুদ্ধে। চলতি বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন মনীপুরের মহাতারকা এই বক্সার। এরপর দ্বিতীয় রাউন্ডে মেরি ৫-০ হারান তাইল্যান্ডের জুতামাস জিতপংকে।