পুণেতে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India Vs South Africa) টেস্টে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এর আগে নেটে জমিয়ে প্র্যাকটিশ করেন ভারতীয় ক্রিকেটাররা। নেটে ভারত অধিনায়ক বিরাট কোহলি বেশ কিছুটা সময় কাটান। দলের তারকা বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজার বল সামলাতে একটু বেশি সময় দেন কোহলি। সেই নেট প্র্য়াকটিশেই জাদেজার বলে বোল্ড হয়ে যান ভারত অধিনায়ক।
নেট প্র্যাকটিশ অনেক কিছুই হয়। অনেকেই পরীক্ষানিরীক্ষা করে নিজের ভুল বোঝার চেষ্টা করেন। কিন্তু বিরাট কোহলিকে নিয়ে এখন সবার উৎসাহ এখন এত বেশি যে নেটেও তিনি আউট হলে ভাইরাল হয়ে যায়। তেমনই হল এবারও। ক্রিকেট ওয়েবসাইট-টুইটারে ESPNcricinfo-এর পোস্ট করা এক ভিডিওয় দেখা যাচ্ছে জাদেজার বলে বোল্ড হচ্ছেন কোহলি। ব্যস! নেটিজেনদের একাংশ একেবারে 'রে রে' করে নেমে পড়েন--
দেখুন জাদেজার বলে নেটে কোহলির বোল্ড হওয়ার ভিডিও--
Left-arm spinners around the world, are you watching? #INDvSA pic.twitter.com/ozrcmeO44l
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 9, 2019
দু বছর আগে পুণের এই মাঠেই অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার স্টিভ ও'কাফির বলে আউট হয়েছিল বিরাট কোহলি।
— Rohit Yadav (@cricrohit) October 9, 2019
এদিকে, দেশের হয়ে আজ ৫০তম টেস্টে নেতৃত্ব দিতে নামলেন বিরাট কোহলি। পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমেছে ভারত। হনুমা বাহিরিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে পেসার উমেশ যাদবকে খেলাচ্ছে ভারত। বিশাখাপতনমের মত পুণেতে ভারতের শুরুটা মোটেও ভাল হল না। গত টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা রোহিত শর্মা আজ রাবাদার বলে আউট হলেন ১৪ রানে।