Cristiano Ronaldo and Georgina Rodriguez (Photo Credits: Instagram)

সোশ্যাল মিডিয়ায় বড় মাইলফলক পর্তুগাল তথা ম্যানচেস্টার ইউনাইডের ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র। ফুটবল মাঠে একের পর এক নজির গড়া রোনাল্ডো এবার ইনস্টাগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ফলোয়ার পেলেন। মাঠের মত ইনস্টাগ্রামেও বেশ বর্ণময় চরিত্র সিআরসেভেন। গত বছর জানুয়ারিতে ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়া সংখ্যা গিয়েছিল ২০ কোটিতে। ১৩ মাসের মধ্যে ৩৭ বছরের রোনাল্ডো ইনস্টা দুনিয়ায় ৪০ কোটির মাইলফলকে পোঁছে গেলেন। ইনস্টায় ৪০০ মিলিয়নের মাইলফলকে যাওয়ার কথা জানিয়ে রোনাল্ডো ভিডিও বার্তায় ভক্তদের ধন্যবাদ জানান।

ক দিন আগে রোনাল্ডো বলেছিলেন, " জীবন হল নাগরদোলার মত। কঠিন পরিশ্রম, প্রচণ্ড গতিময়, আসু লক্ষ্য, চাহিদা-আশা, কিন্তু সব শেষে জীবন এসে পৌঁছয় পরিবার, ভালবাসা, সততা, বন্ধুত্ব, মূল্যবোধে। "আরও পড়ুন: দীর্ঘ ৬৫ বছর পর দেশের যেখানে খেলবে ইংল্যান্ড

দেখুন রোনাল্ডোর ইনস্টা ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

ইনস্টা-য় কোথায় বাকিদের টেক্কা দেন রোনাল্ডো। বিশেষজ্ঞরা বলছেন, ফুটবল খেলাটা দুনিয়ার সব প্রান্তের মানুষের অত্যন্ত পছন্দের। ফলে সেই খেলার অন্যতম সেরা খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার জনপ্রিয়তম হওয়ার সম্ভাবনা থাকে। তার ওপর রোনাল্ডো হলেন বরাবরের ফ্যাশান-স্টাইল আইকন। ডেভিড বেকহ্যামের পর খেলাধুলোর স্টাইল-ফ্যাশানের বাজারে রোনাল্ডো সবচেয়ে বড় নাম। পাশাপাশি বান্ধবী বান্ধবী জিওর্জিনা রদ্রিগেসের সঙ্গে রোনাল্ডোর ছবি, ভালবাসা-র বিষয়টাও ইনস্টা ব্যবহারকারীদের মধ্যে উতসাহ বাড়ায়। রোনাল্ডোর জীবনযাপন, তাকে ঘিরে বিতর্ক, তাঁর মন্তব্য-সবই তাঁকে ইনস্টায় 'ফলোয়ার মেটেরিয়াল'হিসেবে সবার আগে নিয়ে যায়। তাই তো সেলেনা গোমেজ, কিম কার্দাশিয়ানদের মত বাঘা সুন্দরী-যৌন আবেদনময়ীদের পিছনে ফেলে ছবি শেয়ার সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো মুকুট পরলেন। ইনস্টায় সেলেবদের ফলোয়ার সংখ্যা বাড়া মানেই বড় অর্থ উপার্জনের পথ সুগম তৈরি হয়। কারণ যত ফলোয়ার, ততই বিজ্ঞাপন আসার সুযোগ।

ক দি ন আগে গোলের খরা কাটিয়ে রোনাল্ডো সুদিন আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড তাঁর থাকা নিয়ে প্রশ্ন থাকছে। আরও একটা বড় প্রশ্ন হল, রোনাল্ডো কি চলতি বছর কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারবেন? কারণ পর্তুগাল সরাসরি মূলপর্বে ওটার যোগ্যতাঅর্জন করতে পারেনি। এবার রোনাল্ডোদের বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে প্লে অফ রাউন্ডে ইতালির মত দেশকে ছাপিয়ে যোগ্যতা পেতে হবে।