Lovlina Borgohain Wins Silver (Photo Credit: @India_AllSports/ X)

টোকিওতে পেরেছিলেন, পারলেন না প্য়ারিসে। অসমের তারকা বক্সার লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain) প্যারিসে কোয়ার্টার ফাইনালে চিনের বিশ্বকাপ জয়ী লুই কুইয়ানের কাছে হেরে বিদায় নিলেন। টোকিও-তে পদক এলেও রিও-র মত প্যারিস অলিম্পিকে বক্সিংয়ে পদকহীন থাকল ভারত। এবার ভারতের মোট ৬ জন বক্সার প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তার মধ্যে তিনজন বক্সার- নিখাত জারিন (মহিলাদের ৫০ কেজি), প্রীতি পাওয়ার (মহিলাদের ৫৪ কেজি) ও জসমিন লাম্বোরিয়া (মহিলাদের ৫৭ কেজি) প্রথম ম্যাচে হেরেই বিদায় নেন। অমিত পাঙ্গল (পুরুষদের ৫১ কেজি) একটা ম্যাচে বাই পেয়ে প্রি কোয়ার্টারে হেরে যান।

নিশান্ত দেব একটি ম্যাচে বাই পাওয়ার পর প্রি কোয়ার্টারে ইকুয়েডরের রডরিগেজকে ৩-২ হারিয়ো কোয়ার্টার ফাইনালে ওঠেন। পরে নিশান্ত শেষ আটের ম্য়াচে হেরে যান। আর লভলিনা রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বাই পাওয়ার পর প্রি কোয়ার্টারে ৫-০ হারান নরওয়ের সুননিভা হটস্টাড-কে।

দেখুন খবরটি

গতকাল, শনিবার রাতে দুর্ভাগ্যজনক ও বিতর্কিত সিদ্ধান্তে পুরুষদের ৭১ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মার্কো ভের্দের কাছে হেরেছিলেন নিশান্ত দেব।

২০০৮ রিও অলিম্পিকে দেশের প্রথম বক্সার হিসেবে পদক জিতেছিলেন বিজেন্দর সিং। এরপর ২০১২ লন্ডন অলিম্পিকে পদক জেতেন মেরী কম। তারপর ২০১৬ রিও অলিম্পিকে ভারতীয় বক্সারদের খালি হাতে ফিরতে হয়। তারপর ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন লভলিনা।