Litton Das new Knight. (Photo Credits:Twitter)

শাহরুখের দলে একসঙ্গে দুই তারকা বাংলাদেশী ক্রিকেটার। সাকিব আল হাসানের সঙ্গে এবার কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knigt Riders) খেলতে দেখা যাবে আরও এক তারকা বাংলাদেশী ক্রিকেটারকে। বাংলাদেশের তারকা ওপেনার লিটন দাস (Litton Das)-কে ১ কোটি টাকায় মিনি নিলাম থেকে কিনল কেকেআর। ক'মাস আগে অ্যাডিলেডে টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্বে অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিলেন লিটন (২৭ বলে ৬০ রান)।

আর বাংলাদেশের অধিনায়ক সাকিবকে দেড় কোটি টাকায় কিনে দলে ফিরিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স।

দেখুন টুইট

বাংলাদশের হয়ে চলতি মরসুমে দারুণ খেলছেন দিনাজপুরের ২৮ বছরের তারকা ব্যাটার লিটন। আরও পড়ুন-২০ লক্ষ বেস প্রাইসের বাংলার পেসার মুকেশ কুমারকে সাড়ে ৫ কোটিতে কিনল দিল্লি

দেখুন টুইট

কোচিতে মিনি নিলামে বেশ বুদ্ধি করেই একেবার কম টাকা নিয়েও কার্যকরী বেশ কয়েকজন ক্রিকেটারকে কিনে ফেলল কলকাতা। তামিলনাডু়র উইকেটকিপার-ব্যাটার এন জগদিশণ, নামিবিয়ার ডেভিড উইশির পর বাংলাদেশের সাকিব ও লিটন দাসকে নিলাম থেকে দলে নিয়ে অল্পের মধ্যে ভাল কাজ সারল কলকাতা। ৭ কোটি ৫ লক্ষ টাকা হাতে নিয়ে নিলামটা খারাপ সামলালেন না কোচ চন্দ্রকান্ত পন্ডিত।