আইপিএলে মিনি নিলামের (IPL Auction 2023) মঞ্চে বড় চমক বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। ২০ লক্ষ বেস প্রাইস থেকে মুকেশের দর উঠল সাড়ে ৫ কোটি। মানে বেস প্রাইমের প্রায় সাড়ে ২৫ গুণ বেশি দামে মুকেশকে সাড়ে ৫ কোটি টাকায় দলে নিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দীর্ঘদিন বাদে বাংলা থেকে খেলা কোনও ক্রিকেটার আইপিএল নিলামে এত দাম পেলেন। জাতীয় দলে এখনও অভিষেক হওয়ার আগেই তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে টানাটানিতে মুকেশের দর উঠল সাড়ে ৫ কোটি। ক দিন আগেই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বাংলা তারকা এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা হয়েছে মুকেশকে।
ঘরোয়া ক্রিকেট থেকে ভারতীয় এ দলের হয়ে বিধ্বংসী ফর্মে আছেন বিহারের গোপালগঞ্জ থেকে বাংলায় খেলতে এসে চমকে দেওয়া ২৯ বছরের পেসার মুকেশ। বাংলার হয়ে সাত বছর খেলছেন মুকেশ। এবার এই প্রথম আইপিএলে খেলবেন ঋষভ পন্থের নেতৃত্বে। আরও পড়ুন-কুরান কথা! আইপিএলের রেকর্ড ভেঙে সাড়ে ১৮ কোটিতে বিক্রি হওয়া স্যাম কুরানকে নিয়ে অজানা কথা
দেখুন টুইট
Mukesh Kumar has ignited a three-way bidding tussle between Chennai, Delhi and Punjab.
He will play for Delhi!#IPL2023Auction pic.twitter.com/iqldSCqluY
— 100MB (@100MasterBlastr) December 23, 2022
ভারতীয় এ দলের সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজে সিলেটে চারদিনের ম্যাচে ইনিংসে ৬ উইকেট নিয়ে চমকে দেন মুকেশ। ইশান্ত শর্মা, এনগিদি লুঙ্গি, এনরিকে নর্তজে, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি-দের সঙ্গে এবার আইপিএলে খেলবেন বাংলার মুকেশ।
দেখুন টুইট
Mukesh Kumar has ignited a three-way bidding tussle between Chennai, Delhi and Punjab.
He will play for Delhi!#IPL2023Auction pic.twitter.com/iqldSCqluY
— 100MB (@100MasterBlastr) December 23, 2022