অতীতের সব রেকর্ড ভেঙে আইপিএলের মিনি নিলামে (IPL Mini Auction 2022) ইংল্যান্ডের তারকা পেসার-অলরাউন্ডার স্যাম কুরান (Sam Curran)-কে দলে নিল পঞ্জাব কিংস (Punjab Kings)। সাড়ে ১৮ কোটি টাকায় ২৪ বছরের বাঁ হাতি ব্রিটিশ অলরাউন্ডার কুরানকে কিনল প্রীতি জিন্টার দল। কুরানই এখন আইপিএলের ইতিহাসে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রিকেটার। চোটের কারণে খেলতে পারবেন না বলে চলতি বছর ফেব্রুয়ারিতে মেগা নিলামে অংশ নেননি স্যাম কুরানকে।
২০২০ ও ২০২১-দুটি আইপিএলে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন কুরান। এর আগে ২০১৯ সালে ৭.২ কোটি টাকায় পঞ্জাবে খেলেছিলেন কুরান। আইপিএলে তিনটে মরসুমে ৩২টি ম্যাচ খেলে ৩৩৭ রান করেছিলেন কুরান। পাশাপাশি ৩২টি উইকেটও নিয়েছিলেন। আরও পড়ুন-বেন স্টোকসের দাম কত উঠল, শুনলে চমকে যাবেন
দেখুন টুইট
? RECORD ALERT ?
Sam Curran becomes the most expensive buy at any #IPLAuction ever.
He will play for Punjab.#IPL2023Auction pic.twitter.com/icle9fwOw7
— 100MB (@100MasterBlastr) December 23, 2022
অজানা তথ্যে স্যাম কুরান
১) ১৯৯৮ ক্রিকেট বিশ্বকাপের সময় জন্ম হয়েছিল স্যাম ম্যাথু কুরানের। তাঁর বাবা মা কেভিন কুরা ও সারা কুরান হলেন জিম্বাবোয়ের। তবে তাঁদের বাড়ি ছিল নর্দাম্পটনে। স্যাম করানের বাবা জিম্বাবোয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। জিম্বাবোয়ের কোচিংও করেছেন। স্যাম হলেন পরিবারের সবচেয়ে ছোট সন্তান। কুরান পরিবারের বড় ছেলে টম কুরান ইংল্যান্ডে জার্সিতে ও আইপিএলে কেকেআর-এর হয়ে খেলেছেন। আর মেজো সন্তান বেন কুরান নর্থমাম্পশায়েরের হয়ে খেলেন।
২) স্যাম কুরান জিম্বাবোয়ের হয়ে অনুর্ধ্ব ১৩ দলের হয়ে খেলেছেন।
৩) ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে বয়সভিত্তিক ও ক্লাবস্তরে খেলেন। সেই সময় তার বাবা মারা গেলে ইংল্যান্ডের প্রাক্তন তারকা উইকেটকিপার অ্যালেক স্টুয়ার্টের সারেতে নিয়ে আসেন কুরান পরিবারকে। টম ও স্যাম-দুই কুরান ভাই সারে-তে ব্যাটে বলে দারুণ পারফম করে মূল দলে জায়গা করেন নেন
৪) বাংলাদেশে আয়োজিত ২০১৬ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে নজর কাড়েন স্যাম কুরান। ৬ ম্যাচে ৭টি উইকেটের পাশাপাশি ৫টি ইনিংসে করেন ২০১। তখন থেকেই বোঝা যাচ্ছিল স্যাম বড় কিছু করতে পারেন।
৫) ২০১৫ সারের হয়ে কাউন্টি ম্যাচে নর্দাম্পশয়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে টম নেন ৩৫ রান দিয়ে ৭ ও স্যাম ৪৬ রানের বিনিময়ে পান ৩টি উইকেটে। কাউন্টিতে ৬৫ বছর পর দুই ভাই একটা ইনিংসে সব কটা উইকেট পাওয়ার নজির গড়েছিলেন।
IPL Auction 2023 Live Update Sikandar Raja Sold to Punjab Kings