ব্যালন ডি’ওর জয়ী লিওনেল মেসি (Photo Credits; Twitter/@laliga)

প্যারিস, ১০ অগাস্ট: বার্সেলোনা থেকে উড়ে এসে প্যারিসে পা দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। স্পেনের ক্লাব বার্সার সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্কে ইতি ঘটিয়ে প্যারিস সঁ জঁ-য়ে যোগ দিচ্ছেন মেসি। নেইমারদের ক্লাবে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার আগে প্যারসির এয়ারপোর্টে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়লেন মেসি।

ছয় বারের ব্যালন ডি অর জয়ী মেসি প্রতি মরসুমে মেসির প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি পাকা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফুটবল মরসুম শেষে নেইমারও বার্সেলোনা ছেড়ে এই পিসিজি-তেই যোগ দিয়েছেন। বার্সায় মেসি-নেইমার জুটি বিপক্ষের কাছে একেবারে ঘাতক হয়ে উঠেছিল। এবার সেই জোড়া ফলায় বিপক্ষকে বিদ্ধ করার স্বপ্ন দেখছেন প্যারিস সঁ জঁ-র সমর্থকরা।

পিএসজি-তে চলতি মরসুমে যোগ দিয়েছেন সদ্য ইউরো জয়ী তথা টুর্নামেন্টের সেরা ফুটলবার ইতালির গোলকিপার দোনারুমা, স্পেনের রামোসের মত ফুটবলাররা।