Messi with Ballon d'Or (Photo Credit: @Fentuo_/ X)

Messi India Tour 2025: ১৪ বছর পর ফের কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে ভারতে আসতে চলেছে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ফুটবলের সর্বকালের সেরাদের একজন আসতে চলেছেন ফুটবল পাগল শহর কলকাতায়। ‘GOAT Tour of India 2025’-র আওতায় ১২ ডিসেম্বর থেকে মেসির চার দিনের সফরে থাকছে ভারতের চারটি শহরে। কলকাতার পাশাপাশি আমেদাবাদ, মুম্বই ও রাজধানী নয়া দিল্লিতে যাবেন আর্জেন্টিনার এই বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলার। ১৫ ডিসেম্বর দিল্লিতে তাঁর বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মেসি। আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর অবতরণ করার কথা মেসির। অন্তত দু দিন কলকাতায় থাকার কথা তাঁর। মেসির সঙ্গে ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা এবং সার্জিও বুস্কেটস থাকতে পারেন, তবে নামগুলি নিশ্চিত করা হয়নি।

গত ২ সেপ্টেম্বর ২০১১ সালে আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে একটি আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে এসেছিলেন মেসি।, যা অনুষ্ঠিত হয়েছিল কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে (Vivekananda Yuba Bharati Krirangan)। ভেনেজুয়ালের সঙ্গে মেসির আর্জেন্টিনার সেই ফ্রেন্ডলি ম্যাচে নিকোলাম ওতামেন্ডির গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এক নজরে ডিসেম্বরে মেসির ভারত সফর--

ক) মেসি ১২ ডিসেম্বর রাতে কলকাতায় নামবেন।

খ) কলকাতায় সফরসূচি- মমতা, সৌরভ, পেজদের সঙ্গে মেসি

আগামী ১৩ ডিসেম্বর তাজ বেঙ্গলে মিট-অ্যান্ড-গ্রিট, আর্জেন্টিনার মাতে চা আর আসাম চায়ের ফিউশন, ইলিশ-মিষ্টির ভোজ। তারপর ৭০ ফুট মূর্তি উন্মোচন, আর ইডেন বা সল্টলেকে ‘GOAT Concert’ ও সাত-পক্ষের ‘GOAT Cup’—মেসি খেলবেন সৌরভ, পেজ, জন, ভাইচুংদের সঙ্গে। টিকিট শুরু প্রায় ৩,৫০০ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানাবেন মেসিকে। এরপরই আমেদাবাদের বিমান ধরবেন।

গ) আমেদাবাদে আদানির অনুষ্ঠানে মেসি

১৩ ডিসেম্বর সন্ধ্যায় আহমেদাবাদে আদানি ফাউন্ডেশনের ইভেন্টে মেসিকে ঘিরে থাকতে চলেছে বড় চমক।

ঘ) মুম্বইয়ে শাহরুখ খান, ধোনিদের সঙ্গে মেসি

১৪ ডিসেম্বর মুম্বইয়ে CCI-তে মিট-অ্যান্ড-গ্রিট, ওয়াংখেড়ে-তে ‘GOAT Concert’ ও ‘GOAT Cup’। প্যাডেল খেলায় শাহরুখ খান,লিয়েন্ডার পেজ, আর রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের মত ক্রিকেট তারকাদের সঙ্গে ‘GOAT Captain’s Moment’। তবে ক্রিকেটে নামবেন না।

ঙ) দিল্লিতে মোদী, বিরাট কোহলিদের সঙ্গে মেসি

১৫ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে সঙ্গে সাক্ষাৎ। তারপর ফিরোজ শাহ কোটলায় ‘GOAT Concert’ ও ‘GOAT Cup’— মেসির সঙ্গে আমন্ত্রিত বিরাট কোহলি ও শুভমান গিল।