Lionel Messi. (Photo Credits:X)

Lionel Messi: দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে তাঁর জীবনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে জোড়া গোল করে খেলা শেষ করে উঠে আবেগে কেঁদে ফেললেন মেসি। শুক্রবার বুয়েনস আয়ার্সে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। এটাই ছিল ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে দেশের মাটিতে আর্জেন্টিনার শেষ ম্যাচ। তাই বলাই যায়, দেশের মাটিতে আর্জেন্টিনার শেষ ম্যাচটা এদিনই খেলে ফেললেন Messi। আর দেশের মাঠে শেষ ম্যাচে নেমে জোড়া গোল করে দেশকে জেতালেন মেসি। আর্জেন্টিনা জিতল ৩-০ গোলে। ম্যাচ জিতে উঠে আবেগে চোখের কোণে জল ধরা পড়ল ৩৮ বছরের আর্জেন্টিনার মহাতারকার। মেসির ফেয়ারওয়েলে গোটা গ্যালারির চোখে জল। স্টেডিয়ামে উপস্থিত সবাই মেসিকে নিয়ে গান ধরলেন। আর সতীর্থদের বাহুডোরে তখন সে কী কান্না মেসির।

সব মিলিয়ে আবেগের সব চিত্র ধরা পড়ল বুয়েনস আয়ার্সের এস্টাডিও মনুমেন্টালে। আগামী মঙ্গলবার ইকুয়েডরে গিয়ে বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে শেষ ম্যাচে নামছে আর্জেন্টিনা। এরপর তিনটি প্রীতি ম্যাচ আর কিছু প্র্যাকটিশ ম্য়াচ খেলেই একেবারে সরাসরি ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মেসি আগামী মঙ্গলবার ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচে খেলছেন না।

ম্যাচ শেষে চোখে জল মেসির

আগামী বছর বিশ্বকাপে খেলা নিয়ে কী জানালেন মেসি

ম্য়াচ শেষে সাংবাদিকদের মেসি জানালেন, "আমি এখনও বিশ্বকাপে খেলার ব্যাপারে নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। এখন আমি প্রতিটা ম্যাচ ধরে ধরে এই মরসুমটা শেষ করব। তারপর প্রাক মরুসম বা প্রি-সিজন থাকবে। আর তখনও ছয় মাস সময় থাকবে। তাই দেখা যাক কেমন অনুভব করি। আশা করছি ২০২৬ সালে আমার একটা ভালো প্রি-সিজন হবে এবং এই এমএলএস মরসুমটা ভালোভাবে শেষ করতে পারব, তারপর বিশ্বকাপে খেলার ব্য়াপারে সিদ্ধান্ত নেব।"

মেসির জোড়া গোলের ভিডিও

মেসির কান্না

দেশের মাটিতে শেষ ম্যাচ প্রসঙ্গে

এদিনই কি তিনি দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন? যা নিয়ে মেসি স্পষ্ট করে কিছু জানালেন না। তবে তাঁর কান্না, আবেগ দেখে সবাই বুঝে গিয়েছেন বিষয়টি। সাংবাদিকদের সামনে মেসি বললেন, " সত্যি বলতে ফুটবল ছাড়া ভাবতেই পারি না, তবে শেষের মুহূর্তও একদিন আসবেই। এরপর আর্জেন্টিনার মহাতরাকা বলতে থাকেন, "আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং এটা যেন কখনও শেষ না হয়, সেই চাই। তবে একই সঙ্গে জানি, সেই মুহূর্তও আসবে একদিন, আর সেটা আসবেই, স্বাভাবিক নিয়মে। যেমনটা বলেছি সবসময়, আমি ধাপে ধাপে এগোতে চাই, প্রতিদিনের অনুভূতি দিয়ে নিজেকে যাচাই করতে চাই।”

ম্যাচ শেষে গ্যালারিতে থেকে উড়ে এল 'মেসি মেসি' গান...

এবারের কোয়ালিফায়ারে মেসি ও আর্জেন্টিনার পারফরম্যান্স

সাম্প্রতিক চোট নিয়ে কথা বলতে গিয়ে মেসি আরও বলেন, "সত্যি বলতে, আমি খুব ভালোই অনুভব করছিলাম। তারপরই চোট পেলাম, যদিও সেটা মাত্র ১৫ দিনের জন্যই মাঠের বাইরে রেখেছিল। কিন্তু ওই সময়টা আমার খেলায় ছন্দ ভেঙে দিয়েছিল। ফিরে এসে নিজেকে স্বস্তিতে পাইনি। তবে সৌভাগ্যবশত এখন টানা তিনটা ম্যাচ খেলেছি। আশা করি বছরের শেষটা ভালোভাবে কাটিয়ে একটা দুর্দান্ত প্রি-সিজন শুরু করতে পারব।"এবারের বিশ্বকাপের কোয়ালিফায়ার বা যোগ্যতা নির্ণয়ক পর্বে মেসি মোট ৮টি গোল করলেন। এত গোল এই মহাদেশের কেউ এবারের কোয়ালিফায়ার রাউন্ডে করেননি। এক ম্য়াচ বাকি থাকতে লিগ তালিকায় শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়িয়েছে ৩৮। সেখানে দু নম্বরে থাকা ব্রাজিলের পয়েন্ট ২৮। এবার যোগ্যতাপর্বে ১৭টি খেলে ১২টি জয়, দুটি ড্রয়, তিনটিতে হারে।