Kranti Gaud: মহিলাদের ক্রিকেটে এই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত (India Women's Cricket Team)। গতকাল, রবিবার রাতে নবি মুম্বইয়ে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের (ICC Women's Cricket ODI World Cup 2025) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে খেতাব জিতেছেন হরমনপ্রীত কৌররা। আর ঐতিহাসিক কাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেটাররা পুরস্কার, অভিনন্দন ও সংবর্ধনায় ভাসছেন। বিশ্বকাপ জেতার সুবাদে হরমনপ্রীত কৌররা প্রাইজ মানি হিসাবে আইসিসি-র থেকে মোট ৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা ও বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশেষ পুরস্কার হিসাবে ৫১ কোটি টাকা পেয়েছেন। একটা টুর্নামেন্ট জিতে এত অর্থ বাইশ গজের খেলায় এখনও পর্যন্ত কোনও দল জেতেনি। এরই মাঝে মধ্যপ্রদেশ সরকার তাদের রাজ্যের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার ক্রান্তি গৌড়কে এক কোটি টাকা নগদ অর্থের পুরস্কারের কথা ঘোষণা করল। সদ্য বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের তারকা পেসার ক্রান্তিকে চলতি সপ্তাহে সংবর্ধনাও দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার।
নিজের কেরিয়ারের ১৫তম ওয়ানডে ম্যাচে বিশ্বকাপ জিতে নজির ক্রান্তির
নিজের কেরিয়ারের ১৫তম ওয়ানডে ম্যাচেই বিশ্বকাপ জিতলেন ২২ বছরের পেসার ক্রান্তি। ঝুলন গোস্বামীকে আদর্শ মনে করা ক্রান্তি অনেক কষ্ট করে দেশের হয়ে খেলার সুযোগ পান। মাস পাঁচেক হল জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। গত বছরও ক্রান্তি নির্বাচকদের তালিকায় সেভাবে ছিলেন না। কিন্তু অসাধারণ পারফরম্যান্স করে দ্রুত জাতীয় দলে ঢুকে পড়েন।
ক্রান্তিকে মধ্যপ্রদেশ সরকারের এক কোটি
Madhya Pradesh Govt. will reward 1 Crore to Kranti Gaud for winning The World Cup 🏆 pic.twitter.com/tpfETl2pel
— Mukul (@Mukul900) November 3, 2025
এবারের বিশ্বকাপে নেন ৯টি উইকেট
এবারের বিশ্বকাপে ক্রান্তি মোট ৯টি উইকেট নেন। ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন বলে প্রতিবেশীদের একাংশ তাঁর খুব সমালোচনা করত। সেই ক্রান্তিই এখন মধ্যপ্রদেশের প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেটার।