IPL Auction (Photo Credit: @BuzzerLk/ X)

IPL Auction KKR: এবারের আইপিএলের নিলামে নিজেদের ঢেলে সাজানোর সব চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স। ঝুলিতে ৪০ কোটি টাকা নিয়ে নিলামে ঝাঁপাকতে পারে কলকাতা। খুব সম্ভবত ভেঙ্কটেশ আইয়ার ও এক তারকা বিদেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়ে নিজেদের ঝুলিতে নিলামের জন্য অর্থ বাড়াচ্ছে শাহরুখ খানের দল। নিলামে ৪০ কোটি টাকা পার্সে থাকা মানে একজন বড় তারকা, বেশ কয়েকটি তারকা ক্রিকেটারদের স্কোয়াডে নেওয়ার জায়গা পাচ্ছে নাইট রাইডার্স।

যে চার ক্রিকেটারকে ধরে রাখছে কলকাতা

শোনা যাচ্ছে নিলামে কেকেআরের পাখির চোখ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দিকে। শ্রেয়স আইয়ারের নেতৃত্ব ২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর গত মরসুমে ভরাডুবি হয় নাইটদের। শ্রেয়স ফ্র্যাঞ্চাইজ ছাড়তেই কেকেআর-এর হাল খারাপ দেখাচ্ছে। নাইট কর্তৃপক্ষ এবার দলে বড় বদল চাইছেন। কেএল রাহুলকে দলে নেওয়ার ট্রেড ডিল শেষ পর্যন্ত হয়নি। শোনা যাচ্ছে সুনীল নারিন, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী আর হর্ষিত রানা-কে ছাড়া বাকি সবাইকে ২০২৬ আইপিএলের জন্য নতুন করে দলে নিতে আগ্রহী বলিউডের কিং খানের ফ্র্যাঞ্চাইজি।

কবে হবে নিলাম

খুব সম্ভবত আগামী ১৫ ডিসেম্বর এবারের আইপিএলের নিলামের আসর বসতে চলেছে। নিলামের কেন্দ্র হিসাবে বেঙ্গালুরু, মুম্বই, দিল্লির পাশাপাশি আবুধাবির এক পাঁচতারা হোটেলের নামও শোনা যাচ্ছে। প্রসঙ্গত, এবার কেকেআর-এর কোচ হিসাবে দেখা যাবে অভিষেক নায়ারকে। চন্দ্রকান্ত পন্ডিত সরে দাঁড়ানোর পর অভিষেককে নাইট কোচের দায়িত্ব দেওয়া হয়। অধিনায়ক হিসাবে ফের আজিঙ্কা রাহানেকে দেখা যায় কি না তা নিয়ে জল্পনা চলছে।