আইপিএল, সিপিএলের পর এবার বলিউড মহাতারকা শাহরুখ খানের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্সকে খেলতে দেখা যাবে আবুধাবি টি টোয়েন্টি লিগে। আরব মুলুকের টি২০ টুর্নামেন্টে শাহরুখের দলের নাম-আবুধাবি নাইট রাইডার্স। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে শাহরুখ খানের দলের দুই স্তম্ভ-দুই ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে একসঙ্গে খেলতে দেখা যাবে।
পাশাপাশি ৬টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আবুধাবিতে হতে চলা ৩৪ ম্যাচের টি টোয়েন্টি টুর্নামেন্টে শাহরুখের দলে খেলতে দেখা যাবে ইংল্যান্ডে তারকা ব্যাটার-উইকেটকিপার জনি বেয়ারস্টো-কে। শাহরুখের দলে থাকছেন আলি খান নামের এক মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারও। আরও পড়ুন-ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে জিম্বাবোয়ে সফর বাংলার শাহবাজ আহমেদ
আগামী বছর ৬ জানুয়ারিতে শুরু হবে এই টি টোয়েন্টি টুর্নামেন্টের। ইউএই-র আবুধাবিতে হতে চলা এই টুর্নামেন্টের ফাইনাল ১২ ফেব্রুয়ারি।
দেখুন স্কোয়াড
🚨 #ADKR Squad Announcement:
Meet the Knights for the inaugural #ILT20 season 👋#KnightRiders@ILT20Official @EmiratesCricket pic.twitter.com/rOdAub8LYJ
— Abu Dhabi Knight Riders (@ADKRiders) August 16, 2022
আবুধাবি লিগে নাইট রাইডার্সের ঘোষিত ১৪জনের স্কোয়াড
জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), আকেয়াল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ), এস প্রসন্ন (শ্রীলঙ্কা), রবি রামপাল (ওয়েস্ট ইন্ডিজ), রাইমন রাইফার (ওয়েস্ট ইন্ডিজ), কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), আলি খান (আমেরিকা), ব্র্যান্ডন গ্লোভের (নেদারল্যান্ডস), লাহিরু কুমারা (শ্রীলঙ্কা)