মুম্বই, ১৬ অগাস্ট: আইপিএল, ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ পারফরম্যান্স করার বড় পুরস্কারটা পেয়ে গেলেন বাংলার স্পিনার-অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। ভারতের আসন্ন জিম্বাবোয়ে সফরে চোট পেয়ে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত ক্রিকেটার হিসেবে টিম ইন্ডিয়ায় জায়গা পেলেন ২৭ বছরের শাহবাজ আহমেদ। গত মরসুমে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গারুলুতে ব্যাট হাতে অবিশ্বাস্য ইনিংস খেলে সবার নজরে এসেছিলেন শাহবাজ।
বল হাতেও নজর কাড়েন। পাশাপাশি গত মরসুমে রঞ্জি ট্রফিতে ব্যাটে-বলে শাহবাজ অসাধারণ পারফরম্যান্স করে বাংলাকে সেমিফাইনাল অবধি নিয়ে যান। আরও পড়ুন-
প্রাক্তন বিসিসিআই সচিব, সৌরভ-গ্রেগের টিম ম্যানেজার অমিতাভ চৌধুরী প্রয়াত
দেখুন টুইট
JUST IN: #ShahbazAhmed will replace the injured #WashingtonSundar for the ODI series in #ZIM. pic.twitter.com/Ak9BSx44jD
— Cricbuzz (@cricbuzz) August 16, 2022
বাংলা, আরসিবি-দুটো জার্সিতে খেলেই নিজেকে ম্যাচ উইনার অলরাউন্ডার হিসেবে নির্বাচকদের সামনে নিজেকে তুলে ধরতে সফল হয়েছেন। তাই ক্রুনাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতমদের টপকে শাহবাজ-কে জিম্বাবোয়েতে পাঠালেন নির্বাচকরা। ১৮ অগাস্ট, বৃহস্পতিবার থছে থেকে লোকেশ রাহুলের নেতৃত্বে খেলতে চলা টিম ইন্ডিয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামছে। ১৮, ২০, ২২ অগাস্ট হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।