Amitabh Choudhary. (Photo Credits: Twitter)

মুম্বই, ১৬ অগাস্ট: দেশের এক বড়মাপের ক্রিকেট কর্তার জীবনাবসান। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর কার্যকরী সচিব তথা প্রাক্তন আইপিএস অমিতাভ চৌধুরী ৬২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। আজ, মঙ্গলবার সকালে প্রাতভ্রমণে বের হয়ে হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেটমহলে শোকের ছায়া।

২০১৯ সাল পর্যন্ত বিসিসিআইয়ের কার্যকরী সচিব হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করা অমিতাভ চৌধুরী ছিলেন ক্রিকেট অন্তপ্রাণ। মহেন্দ্র সিং ধোনি-র রাজ্য ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সভাপতিও ছিলেন তিনি। পাশাপাশি গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন  সময়ে বিসিসিআইয়ের বিভিন্ন পদ ও কমিটিতে ছিলেন তিনি।  বিসিসিআই-য়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। ঝাড়খণ্ডের রাঁচির স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের পরিকাঠামোয় ঢেলে সাজিয়ে সেটা টেস্ট কেন্দ্র হিসেবে পরিণত করার পিছনে প্রধান কারিগর হিসেবে অমিতাভ চৌধুরী-র নামটাই আসে। আরও পড়ুন-ভারতীয় ফুটবলে ফিফার নির্বাসন

দেখুন টুইট

তবে অমিতাভ চৌধুরীকে এতসবের বাইরেও আরও একটা কারণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে। তিনিই ছিলেন সেই বহু বিতর্কিত ২০০৫-০৬ সালে গ্রেগ চ্যাপেলের কোচিংয়ে ভারতের জিম্বাবোয়ে সফরে টিম ম্যানেজার। সেখান থেকে সরকারীভাবে কোচ গ্রেগ চ্যাপেল বনাম অধিনায়ক সৌরভ গাঙ্গুলি-র মধ্যে মহাবিবাদ শুরু হয়েছিল। অনেক চেষ্টা করেও সেই সফরের টিম ম্যানেজার অমিতাভ চৌধুরী সৌরভ-গুরু গ্রেগের মধ্যে ব্যবধান কমাতে পারেননি।