KKR head coach Chandrakant Pandit (left), mentor Dwayne Bravo (middle) and captain Ajinkya Rahane (right) (Photo credit: X @KKRiders)

গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের শুরুটা একেবারেই ভাল হয়নি। গত শনিবার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিরুদ্ধে সব বিভাগে পরাস্ত হয় নাইটরা। এবার বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবারের আইপিএলে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচে নামছেন রাহানেরা। রাজস্থান রয়্যালস চলতি আইপিএলে তাদের প্রথম হোম ম্য়াচটা জয়পুরে নয়, খেলবে অসমের বারসাপাড়া স্টেডিয়ামে। কেকেআরের মত রাজস্থান রয়্যালসও তাদের প্রথম ম্যাচে হেরে যায়। রবিবার হায়দারাবাদে রাজস্থান রয়্যালস-কে হারায় সান রাইজার্স হায়দরাবাদ।

প্রথম ম্যাচে হারের পর কেকেআর-এর প্রথম একাদশে কোন বদল আসবে কি?

জানুন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর-এর সম্ভাব্য একাদশ

ওপেনাররা-

১) ক্যুইন্টন ডি'কক

প্রথম ম্যাচে রান পাননি। কিন্তু প্রোটিয়া উইকেটকিপার-ওপেনারের কাছে দলের প্রত্যাশা অনেক।

২) সুনীল নারিন

ইডেনে বিরাট কোহলিদের বিরুদ্ধে ওপেন করতে নেমে বেশ দারুণ খেলছিলেন। কিন্তু ২৬ বলে ৪৪ রান করার পর আরসিবি-র পেসার রাসিখ সালামের বলে আউট হয়ে গিয়েছিলেন। বল হাতেও ভাল করেছিলেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছিলেন দেবদূত পাদিক্কালের উইকেট।

তিন ও চারে-

৩) আজিঙ্কা রাহানে (অধিনায়ক)

অধিনায়ক হয়ে প্রথমবার নাইট জার্সিতে নেমে হৃদয় জিতেছিলেন রাহানে। নাইট নেতা হিসেবে অভিষেক ম্যাচে ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলে দল ও সমর্থকদের আস্থা জাগিয়েছেন রাহানে।

৪) ভেঙ্কটেশ আইয়ার

সাড়ে ২২ কোটি টাকায় তাঁকে দলে রেখেছ নাইটরা। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উদ্বোধনী ম্যাচে ৬ রানে আউট হয়ে হতাশ করেছেন।

লোয়ার মিডল অর্ডার

৫) অঙ্গকৃশ রঘুবংশী

শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ২২ বলে ৩০ রানের দুরন্ত ইনিংস খেলে আস্থা জুগিয়েছেন। শেষের দিকে তার ইনিংস দলের রানকে লড়ার মত জায়গায় রেখেছিলেন।

৬) আন্দ্রে রাসেল

মাত্র ৪ রানে বোল্ড হয়ে যান। রাসেল ম্যানিয়া শুরুতে চলেনি।

৭) রিঙ্কু সিং

প্রথম ম্যাচে ১০ বলে ১২ রানে আউট হয়ে গিয়েছিলেন মালিক শাহরুখ খানের অত্যন্ত পছন্দের ক্রিকেটার রিঙ্কু।

ফিনিশার-

৮) রমনদীপ সিং

৯ বলে ৬ রানে অপরাজিত ছিলেন। অনেকগুলো বল নষ্ট করেন।

বোলাররা-

৯) বরুণ চক্রবর্তী

জাতীয় দলের হয়ে ঈর্ষণীয় পারফরম্যান্স করা বরুণ শনিবারের ইডেনে তেমন কিছুই করতে পারেননি। আরসিবি তারকা ফিল সল্টের উইকেট নিলেও ৪ ওভারে ৪৩ রান দিয়ে ফেলেছিলেন বরুণ।

১০) হর্ষিত রানা

কোনও উইকেট পাননি। ৩ ওভারে ৩২ রান দিয়েছিলেন।

১১) স্পেন্সার জনসন

অজি পেসার পুরোপুরি হতাশ করেছিলেন। ২ ওভার বল করে ৩১ রান দিয়ে দলকে বিপদে ফেলেছিলেন। তবু গুয়াহাটিতে জনসনকে ফের সুযোগ দেওয়া হতে পারে। রিজার্ভ বেঞ্চে তারকা প্রোটিয়া পেসার এনরিক নোকিয়া থাকলেও জনসনকে আরও একবার দেখে নিতে চায় নাইট শিবির।

ইমপ্যাক্ট প্লেয়ার- চেতন সাকারিয়া

বৈভব আরোরা পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেব সৌরাষ্ট্রেপ পেসার চেতন সাকারিয়াকে খেলানো হতে পারে। কাশ্মীরের পেসার উমর মালিক চোট পেয়ে ছিটকে যাওয়ায়, তাঁর পরিবর্তে চেতন সাকারিয়া-কে নেওয়া হয়।

রাজস্থান রয়্যালস বনাম নাইট রাইডার্স ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে, অসমের বারসাপাড়া স্টেডিয়ামে।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতীশ রানা, ধ্রুব জুরেল, শেমর হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, মহেশ থিকশানা, ফাজালহক ফারুকি (ইমপ্যাক্ট প্লেয়ার)।