৪৩ বছর বয়েসে পেশাদার টেনিসের সর্বোচ্চ মঞ্চ গ্র্যান্ডস্লাম টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রোহন বোপান্না (Rohan Bopanna)। অস্ট্রেলিয়ান জুটি ম্যাথু এবডেন (Matthew Ebden)-কে সঙ্গী করে তৃতীয় রাউন্ডে বোপান্না জিতলেন ৭-৬,৭-৬ কুলহফ-মেকচটিচ জুটির বিরুদ্ধে। সেই সুবাদে শেষ আটে উঠে এটিপি ব়্যাঙ্কিংয়ে ডবলস তালিকায় দুই নম্বরে উঠে এল বোপন্না-রা।
এবার আর্জেন্টিনার জুটি ষষ্ঠ বাছাই মাক্সিমো গঞ্জালেস-অ্যান্দ্রেস মোলতেনিকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে ৪৩ বছর বয়েসে এটিপি ব়্য়াঙ্কিংয়ে শীর্ষে ওঠার নজির গড়বেন বোপান্না।
দেখুন খবরটি
KING BOPANNA ASSURED OF CAREER HIGH WORLD NO.2 RANKING @rohanbopanna will be ranked at least No.2 after reaching the QF of the Australian Open, all at the tender age of 43 😯😯😯
A win in the QF will take him to World No.1 pic.twitter.com/VPisJrAVcn
— Indian Tennis Daily (ITD) (@IndTennisDaily) January 22, 2024
গত বছর ইউএস ওপেনে পুরুষদের ডবলসের ফাইনালে খেলে সবচেয়ে বেশী বয়েসে গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলার নজির গড়েছিলেন বোপান্না।