Indian women’s team defeated Bangladesh (Photo Credit: X@airnewsalerts)

প্রথমবারের মতো আয়োজিত খো খো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই  বিশ্বকাপ অভিযান শেষ হল বাংলাদেশ মহিলা দলের। ভারতীয় মহিলা দল গতকাল (১৭ জানুয়ারি) ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশকে ১০৯-১৬ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। অধিনায়ক প্রিয়াঙ্কা ইঙ্গলের নেতৃত্বে ভারতীয় দল অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে বাংলাদেশের হার ছিল সময়ের অপেক্ষা। তবে পয়েন্টের ব্যবধান এতটাও হবে তা আশা করেনি দুদলই। ম্যাচে অশ্বানি শিন্ডে সেরা খেলোয়াড় এবং রিতু রানী সেন সেরা ডিফেন্ডারের পুরস্কার পান। ম্যাচের সেরা আক্রমণভাগের পুরস্কার পান মাগাই মাঝি।

ভারত টুর্নামেন্টে টানা পঞ্চম ম্যাচে জয় পেয়ে প্রথম বছরের খো খো বিশ্বকাপে মাইলফলক অর্জন করেছে , পাশাপাশি ভারতীয় মহিলা দল টুর্নামেন্টে টানা চতুর্থ ম্যাচে ১০০পয়েন্ট পেরিয়ে তাঁদের অসাধারণ ধারা অব্যাহত রেখেছে। এই চিত্তাকর্ষক জয় আগামীকালের জন্য নির্ধারিত একটি উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের লড়াইয়ের মঞ্চ তৈরী করেছে।

সাংবাদিকদের জানান যে মহিলা দলটি বিশ্বকাপের জন্য এক মাস আগে থেকেই প্রস্তুত ছিল। তাছাড়া গতকালের ম্যাচে তিনি সুপরিকল্পিত কৌশল এবং শক্তিশালী টিমওয়ার্কের সাফল্যের কৃতিত্বও দিয়েছেন।

অন্যদিকে পদকের স্বপ্ন নিয়ে ভারতের দিল্লিতে আসা বাংলাদেশ পুরুষ দলেরও কোয়ার্টার ফাইনালেই বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে।শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুরুষ দল নেপালের বিপক্ষে মুখোমুখি হয়।সেখানে নেপালের কাছে ১৮-৬৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। নেপাল খো খো-তে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল না বলে ধারণা করা হলেও ম্যাচে বাংলাদেশ দল কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।