Khelo India Logo (Photo Credit: Twitter)

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি: ভারতের ক্রীড়া প্রযুক্তি সংস্থা ড্রিম স্পোর্টস (Dream Sports) খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের (Khelo India Youth Games) সঙ্গে পার্টনারশিপ বাড়ানোর কথা ঘোষণা করেছে। ইভেন্টের সহ-প্রযোজক হিসেবে ড্রিম স্পোর্টসের অ্যাসোসিয়েশনের এটি দ্বিতীয় বছর। ২০১৮ সালে ভারত সরকার এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (Sports Authority of India) উদ্যোগে ২০২২ সালের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মধ্যপ্রদেশের আটটি শহরে ৩০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে। Khelo India Youth Games 2023: ৩০ জানুয়ারি থেকে মধ্যপ্রদেশে শুরু হচ্ছে 'খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩'

খেলো ইন্ডিয়ার সঙ্গে ড্রিম স্পোর্টসের যোগসূত্র প্রসঙ্গে ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, "খেলো ইন্ডিয়া যুব গেমস-এর লক্ষ্য হল প্রতিভাবান ও যোগ্য তরুণ ক্রীড়াবিদদের ক্রীড়াক্ষেত্রে তাঁদের কেরিয়ার গড়ে তোলার জন্য একটি মঞ্চ তৈরি করা। ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ ড্রিম স্পোর্টসকে আমাদের প্রচেষ্টাকে সমর্থনকারী অংশীদার হিসাবে স্বাগত জানাচ্ছে। এই সংস্করণের সঙ্গে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী ও উন্নততর হবে বলে আমরা আশা করছি।"

অনুষ্ঠানে ড্রিম স্পোর্টসের সিওও ও কো-ফাউন্ডার ভবিত শেঠ (Bhavit Sheth) বলেন, "খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এর সঙ্গে যুক্ত হওয়া আমাদের সৌভাগ্যের বিষয়। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা ভারতের ক্রীড়া বাস্তুতন্ত্রকে লালন-পালনের আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করে যাব এবং আমাদের উদীয়মান ক্রীড়াবিদদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করব।"