লন্ডন, ৫ এপ্রিল: ইংল্যান্ডে ১০০ বলের ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'(The HUndred) লিগে একসঙ্গে খেলতে দেখা যাবে দুনিয়ার দুই ধ্বংসাত্মক ব্যাটারকে। আইপিএল রাজস্থান রয়্যালস তথা ইংল্যান্ডের জস বাটলার ও কেকেআর-এর ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল দ্য হান্ড্রেড লিগে খেলবেন ম্যানচেস্টার অরিজিন্যালস-এর হয়ে। ২০২১ সালে প্রথমবার হয় এই টু্নামেন্ট। ৮টি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে হয় এই টুর্নামেন্ট।
পুরুষদের পাশপাশি মহিলাদের হান্ড্রেডে-ও অংশ নেয় ১০টি দল। জুলাইয়ের শেষ থেকে এক মাস ধরে হবে এই টুর্নামেন্ট। লিগে হবে ৩২টি ম্যাচ। আরও পড়ুন: সা-Bus সচিন! মুম্বইয়ে বাসে চড়ে কোথায় চললেন তেন্ডুলকর!
দেখুন টুইট
Jos Buttler and Andre Russell will be playing together for the Manchester Originals in 'The Hundred' league.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 5, 2022
ইংল্যান্ডের আটটি শহরের ফ্র্যাঞ্চাইজি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে রাউন্ড রবীন লিগ পর্যায়ে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে।