England WTC Point (Photo Credit: X)

England Central Contract List: চলতি মরসুমে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাদের নামের তালিকা প্রকাশ করল ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ড (ECB)। ইংল্য়ান্ড বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন দুই তারকা ক্রিকেটার। ইসিবি-র ৩০ জনের চুক্তিবদ্ধ ক্রিকেটার তালিকায় ঠাঁই হল না তারকা উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো ও চলতি বছর আইপিএল জয়ী আরসিবি-র তারকা ব্যাটার লিয়াম লিভিংস্টোনের। অবসর নেওয়ায় নাম চুক্তি নাম থাকল না ক্রিস ওকসের। সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন স্পিনার জ্যাক লিচ, পেসার রেসে টপলে ও জন টার্নারের।

দু বছরের চুক্তিতে আর্চার, ডাকেট, কুরানরা

ইসিবি এবারের কেন্দ্রীয় চুক্তিকে তিনভাগে ভাগ করেছে। একটিতে কিছু ক্রিকেটারদের সঙ্গে করা হয়েছে দু বছরের চুক্তি, কয়েকজনের সঙ্গে এক বছরের চুক্তি, আর চারজন ক্রিকেটারদের রাখা হয়েছে 'ডেভেলপমেন্ট কন্ট্রাক্টস'-এর আওতায়। দুবছরের চুক্তিতে ইংল্যান্ডের যে ১৪ জন ক্রিকেটার থাকলেন তাঁরা হলেন- বেন স্টোকস, জো রুট, হ্যারি ব্রুক, জোস বাটলার, জোফ্রা আর্চার, জ্যামি স্মিথ, উইল জ্যাকস, বেন ডাকেট, স্যাম কুরান, ব্রেইডন কার্সে, জোশ টাঙ, জ্যাকব বেথেল, আদিল রশিদ, ও গাস অ্যাটকিনসন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে কারা রয়েছেন

এক বছরের চুক্তি উড, পোপ, সল্টরা

যে ১২ জন ক্রিকেটার এক বছরের চুক্তিতে ইসিব-র তালিকায় আছেন তাঁরা হলেন মার্ক উড, ফিল সল্ট, ওলি পোপ, জ্য়ামি ওভারটন, লুক উড, ম্যাথু পটস, সাকিব মেহমুদ, লিয়াম ডসন, জ্যাক ক্রাউলি, সাকিব মেহমুদ, রেহান আহমেদ, সোনি বেকার। ডেভেলপমেন্ট চুক্তিতে আছেন জোস হাল, এডি জ্যাক, টম লাওয়েস ও মিচেল স্ট্যানলি। এবার ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোট ৭ জন আর নতুন জায়গা পেয়েছেন আটজন।