Jasprit Bumrah. (Photo Credits: x)

Jasprit Bumrah: অনবদ্য জশপ্রীত বুমরা। টেস্টে আরও একবার ইনিংসে পাঁচ উইকেটের মাইলস্টোন গড়লেন বুমরা। রবিবার হেডিংলি টেস্টের তৃতীয় দিনে ইংল্য়ান্ডের প্রথম ইনিংসের শেষ দুটি উইকেট তুলে নিয়ে ৮৩ রান দিয়ে ৫ উইকেট নিলেন বুমরা। টেস্টে ১৪ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতের এই মহাতারকা পেসার। কপিলে দেবের রেকর্ড ভেঙে বিদেশের মাটিতে ১২ বার ইনিংসে পাঁচটি উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার বিদেশের মাটিতে একটা ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড তৈরি করলেন বুমরা।

লিডসে ইংল্যান্ডের প্রথম তিনটি ও শেষ দুটি উইকেট পান বুমরা

গতকাল ম্য়াচের প্রথম দিনে ইংল্যান্ডের প্রথম তিনটির পর, এদিন শেষ দুটি পেয়ে পাঁচ উইকেটের নজির গড়লেন গুজরাটের তারকা পেসার। আজ, রবিবার বুমরা পরপর বোল্ড করে দেন ক্রিস ওকস এবং জোশ টাঙ-কে। লিডসে বুমরার পাঁচটি উইকেটের মধ্যে তিনটিই ক্লিন বোল্ড। বুমরার পাঁচ, প্রসিধ কৃষ্ণার ৩টি ও মহম্মদ সিরাজের দুই উইকেটের সৌজন্যে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৪৬৫ রানে। ৬ রানের লিড নিয়ে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে। তিনজন ব্যাটার সেঞ্চুরি হাঁকানোর পরেও তেমন সুবিধা পেলেন না শুভমন গিলরা।

বিদেশের মাটিতে ১২ বার টেস্টে পাঁচ উইকেট নিলেন বুমরা

পোপের সেঞ্চুরি, ব্রুকের ৯৯

এদিন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক ৯৯ রানে আউট হলেন। তবে ব্রুক আউট হওয়ার পর শেষ তিনটি উইকেটে মূল্যবান ৬৭ রান যোগ করে দলকে সুবিধা করে দিলেন ইংল্যান্ডের দুই টেলেন্ডার- ক্রিস ওকস (৩৮) ও ব্রেইডন কার্সে (২২)। ওলি পোপ (১০৬) ও বেন স্টোকস (২০) আউট হয়ে যাওয়ার পর ভাল পার্টনারশিপ গড়েন ব্রুক ও জেমি স্মিথ (৪০)।

টেস্টে ১৪ বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন বুমরা

বুমরা টেস্ট কেরিয়ারে তাঁর ১৪তম বার ইনিংসে পাঁচ উইকেটের মাইলস্টোন গড়লেন। ইংল্যান্ডের মাটিতে তাঁর এটি তৃতীয়বার ইনিংসে পাঁচের রেকর্ড। অস্ট্রেলিয়াতে ৪ বার ও দক্ষিণ আফ্রিকায় ৩ বার ইনিংসে পাঁচ উইকেট নজির আছে বুমরা-র। বুমরা লিডস টেস্টের প্রথম ইনিংসে আউট করলেন জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জো রুট, ক্রিস ওকস ও জোশ টাঙকে।