দুবাই, ১৩ জুলাই: ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেটের আগুন ঝরানো স্পেল করার পর জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)-র বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। ওভালে অবিশ্বাস্য বোলিং করে বুমরা প্রায় দু বছর বাদে ওয়ানডে (ODI) ক্রিকেটের সিংহাসন ফিরে পেলেন। আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ানডে Ranking-এ বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন বুমরা। নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, পাকিস্তানের শাহিন আফ্রিদের পিছনে ফেলে বুমরা এখন ওয়ানডে-তে এক নম্বর বোলার। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইসিসি ওয়ানডে ক্রম তালিকায় শীর্ষস্থান হারিয়েছিলে বুমরা। বুমরা-র সিংহাসন ছিনিয়ে নিয়েছিলেন কিউই পেসার বোল্ট। বল হাতেয় ওভালের ছক্কা সেটা উদ্ধার করলেন আমেদাবাদের ২৮ বছরের পেসার।
চলতি বছর জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে খেলার প্রায় মাস ছয়েক পর গতকাল, মঙ্গলবার ওভালে ৫০ ওভারের ফর্ম্যাটে খেলতে নামেন বুমরা। বুমরা একেবারে তিনধাপ উঠে সিংহাসন পেলেন। আরও পড়ুন-তিন ফর্ম্যাটেই প্রথম তিনে ভারত, ওয়ানডে-তে পাকিস্তানকে টপকে টপ থ্রি-তে টিম ইন্ডিয়া
দেখুন টুইট
No bowler above him 🔝
Jasprit Bumrah stands as the No.1 ODI bowler in the latest @MRFWorldwide rankings!
— ICC (@ICC) July 13, 2022
সেখানে শীর্ষস্থান হারিয়ে বোল্ট নামবলেন দুইয়ে, পাক পেসার আফ্রিদি দুই থেকে তিনে নামলেন। আর তিন থেকে একেবারে সাতে নেমে গেলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। বুমরা ছাড়া আর কোনও ভারতীয় বোলার ওয়ানডে-তে প্রথম দশে নেই।
দেখুন টুইট
A huge climb for Suryakumar Yadav in T20I cricket, as Dimuth Karunaratne reaches a career-high ranking on the Test scene!
More on the latest @MRFWorldwide rankings 📈
— ICC (@ICC) July 13, 2022
এদিকে, টি টোয়েন্টি ক্রিকেটের ICC RANKING-এ ভারতের তারকা সূর্যকুমার যাদবের কীর্তি। নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তে অবিশ্বাস্য সেঞ্চুরি করে ৪৪ ধাপ উঠে এসে সূর্য এখন আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বিশ্বের সেরা পাঁচে ঢুকে পড়লেন। টি-২০-তে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে থাকা সূর্যের আগে এখন শুধু ১) বাবর আজম (পাকিস্তান), ২) মহম্মদ রিজওয়ান (পাকিস্তান), ৩) আইদেন মাক্ররাম (দ.আফ্রিকা), ৪) ডেভিড মালান (ইংল্যান্ড)
ওয়ানডে-তে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়েই আছেন পাকিস্তানের তারকা ওপেনার ইমাম উল হক। বিরাট কোহলি ও রোহিত শর্মা যথাক্রমে তিন ও চার নম্বরে। ৭১টা ওয়ানডে খেলে বুমরা ১১৯টি উইকেট পেয়েছেন।