Jasprit Bumrah (Photo Credits: BCCI/ X)

Jasprit Bumrah Records: দেশের প্রথম পেস বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাটে ৫০টি ম্যাচ খেলে ফেললেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ খেলায় তাঁর কেরিয়ারের ৫০তম টেস্টে খেলতে নামেন বুমরা। পাশাপাশি গুজরাটের ৩১ বছরের পেসার দেশের হয়ে ৮৯টি ওয়ানডে ও ৭৫টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার এখনও পর্যন্ত মোট ২১৪টি ম্যাচ খেলে ৪৬৭টি উইকেট নিয়েছেন। টেস্টে ২২২, ওয়ানডে-তে ১৪৯ ও আন্তর্জাতিক ক্রিকেটে ৯৬টি উইকেটের মালিক তিনি। প্রসঙ্গত, বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৫৬টি ম্যাচ খেলে ৬৮৭টি উইকেট নিয়েছেন।

দেশের হয়ে তিন ফর্ম্যাটে অন্তত ৫০টি করে ম্যাচ খেলা ভারতীয়রা

অভিষেকের কথা

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেক করেন বুমরা। প্রথম ম্যাচেই ৫৪ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে পাঁচ উইকেট নিয়ে ভারতের বিদেশ জয়ের রূপকার হয়ে ওঠেন তিনি। নিজের অনন্য স্লিং অ্যাকশন, নিখুঁত ইয়র্কার ও ভয়ংকর গতি দিয়ে বুমরাহ বিশ্ব ক্রিকেটে এক অনন্য জায়গা তৈরি করেছেন। সিমিং পিচ হোক বা উপমহাদেশের ঘূর্ণি উইকেট সব জায়গায় তিনি সমান কার্যকর।

আইপিএল থেকেই তারকা হন

আহমেদাবাদের ছেলে বুমরা ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেন। শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার তত্ত্বাবধানে ডেথ ওভারে বল করার দক্ষতা অর্জন করেন তিনি। পরে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও ছড়িয়ে দেন আলো।