Japan Stuns Brazil: ব্রাজিল ফুটবলের অবস্থা একেবারে শোচনীয়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ এখন অনেক ফুটবলের কম শক্তিধর দেশদের কাছে নিয়মিত হারছে। এরই মাঝে আজ, মঙ্গলবার টোকিওতে এক প্রদর্শনী ম্যাচে জাপানের কাছে ২-৩ গোলে হেরে গেল কার্লো আনসেলোত্তির (Carlo Ancelotti) ব্রাজিল। পুরুষদের ফুটবলে এই প্রথম ব্রাজিলকে হারাল জাপান। ফিফা বিশ্বকাপের ইতিহাসের সফলতম দেশকে এদিন দ্বিতীয়ার্ধে নাচিয়ে ছাড়ল সূর্যোদয়ের দেশ। দু দেশেরই ১৪ বারের সাক্ষাতে এই প্রথম ব্রাজিলকে হারাল জাপান। ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত ব্রাজিল ২-০ গোলে এগিয়ে ছিল। ম্য়াচের ২৬ ও ৩২ মিনিটে ব্রাজিলের হয়ে গোল দুটি করেন পাওলো হেনরিক (২৬ মিনিট) ও জি মার্টিনেল (৩২ মিনিট)।
দুরন্ত গোল
The Japanese national football team pulled off a stunning second-half comeback to beat five-time World Cup winners Brazil 3-2 at the Kirin Challenge Cup in Tokyo on Tuesday, claiming their first-ever victory over the South American powerhouse. pic.twitter.com/igLoZwn1In
— Global Times (@globaltimesnews) October 14, 2025
বিরতির পর জাপান দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৫২ থেকে ৭১ মিনিটের মধ্যে তিনটি গোল করে জাপান। ৭১ মিনিটে জয়সূচক গোলটি করেন আয়াসেল উদেতা। ফিফা ব়্য়াঙ্কিংয়ে ব্রাজিল এখন প্রথম পাঁচের বাইরে চলে গিয়েছে।
দারুণ জয় জাপানের
Japan finally crack Brazil after 13 matches—Ueda's near-post flick from Ito's inswinger leaves the Seleção marking statuesque. Moriyasu's set piece routines gave them fits. Tactical chess more than samba tonight.pic.twitter.com/0nd3WOCrdz
— Danny Odds (@OddsDanny) October 14, 2025
২০ মিনিটের কামব্যাকে কামাল জাপানের
চলতি বছর বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ক পর্বের ম্যাচে ৬টি লজ্জার হারে মুখে পড়ে ব্রাজিল। বলিভিয়া, প্যারাগুয়ে, কলম্বিয়া, উরুগুয়ে ও দুবার আর্জেন্টিনার কাছে হেরেছে সাম্বার দেশে ফুটবল দল। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক লাতিন আমেরিকার পর্বে এবার ব্রাজিল পাঁচ নম্বরে শেষ করেছিল। কার্লো আনসেলোত্তির মত অতি হাইপ্রোফাইল কোচ এনেও সুদিন ফিরছে না ব্রাজিলের।