Curtis Campher has four in four. (Photo Credits: T20 World Cup Twitter)

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup 2021)-এর দ্বিতীয় দিনের প্রথম খেলায় চমক দেখালেন আয়ারল্যান্ডের পেসার কুরটিস ক্যাম্ফার (Curtis Campher )। ইনিংসের ১০তম ওভারে পরপর চার বলে ক্যাম্ফার আউট করেন বাস দে লিডে (৭), রায়ান টেন দুশখাতে (০), স্কট এডওয়ার্ডস (০) ও ভান ডান মারওয়েকে (০)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে কুরটিস পরপর ৪ বলে ৪টি উইকেট নিলেন। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির শুধু আছে রশিদ খান ও মালিঙ্গার।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর দ্বিতীয় দিনের প্রথম খেলায় চমক দেখালেন আয়ারল্যান্ডের পেসার কুরটিস ক্যাম্ফার। ইনিংসের ১০তম ওভারে পরপর চার বলে ক্যাম্ফার আউট করেন বাস দে লিডে (৭), রায়ান টেন দুশখাতে (০), স্কট এডওয়ার্ডস (০) ও ভান ডান মারওয়েকে (০)। স্কট এডওয়ার্ডসের উইকেট তুলে নিয়ে ওভারের পঞ্চম বলে হ্যাটট্রিক সম্পূর্ণ করেছিলেন তিনি। এরপর ওভারের শেষ বলে, মানে পরপর চার বলে চার উইকেট নেন তিনি। আরও পড়ুন: স্কটল্যান্ডের কাছে হারের ধাক্কায় বাংলাদেশে চরম হতাশা, কী বললেন অধিনায়ক মেহমদুল্লা

দেখুন টুইট

নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে কুরটিস পরপর ৪ বলে ৪টি উইকেট নিলেন। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির শুধু আছে রশিদ খান ও মালিঙ্গার।

দেখুন টুইট

শেষ অবধি ক্যাম্ফার ২৬ রান দিয়ে নেন ৪টি উইকেট। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস মাত্র ১০৬ রানে অল আউট হয়ে যায়। এই গ্রুপের বাকি দুটি দল শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ আয়োজিত হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।