ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ ৩-০ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুক্রবার ভদোদরায় তৃতীয় ওয়ানডে ম্যাচে হরমনপ্রীত কৌরের দল ৫ উইকেটে হারাল ক্যারিবিয়ান মহিলাদের। বল হাতে ৩১ রান দিয়ে ৬ উইকেটের দুরন্ত স্পেল ও তারপর অপরাজিত ৩৯ রানের দারুণ ইনিংস খেলে এদিন দলকে জেতালেন দীপ্তি শর্মা। সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতীয় মহিলা দল জিতেছিল ২১১ ও ১১৫ রানের ব্যবধানে। একেবারেই দাপটের সঙ্গে সিরিজে জিতলেন হরমনপ্রীতরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ টি-২০ সিরিজে জিতেছিল ভারতীয় মহিলা দল। সিরিজ সেরা হলেন ভারতের তারকা পেসার রেনুকা সিং (১০ উইকেট)। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়া রেনুকা এদিন ৪টি উইকেট নেন।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শূন্য রানে আউট হন। তবে মিডল অর্ডারে শিমেন ক্যামবেলে (৪৬) ও ছানেলে হেনরি (৬১) ভাল খেলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিনটি উইকেট পড়ে ৯ রানের মধ্যে আর শেষের ৫টি উইকেট পড়ে ২১ রানে। রেনুকার পেস আর দীপ্তির ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়েন হেলি ম্যাথুজরা।
৩-০ সিরিজ জিতলেন হরমপ্রীত কৌররা
𝙒𝙄𝙉𝙉𝙀𝙍𝙎!
Congratulations #TeamIndia on winning the #INDvWI ODI series 3️⃣-0️⃣ 👏👏 🏆@IDFCFIRSTBank pic.twitter.com/ki0aw8Jjks
— BCCI Women (@BCCIWomen) December 27, 2024
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান স্মৃতি মন্ধনা (৪) ও হরলিন দেওল (১)। ওপেনার প্রতিকা রাওয়াল (১৮)-ও শুরুটা ভাল করে আউট হয়ে যান। কিন্তু এরপর হরমনপ্রীত সিং (৩২), জেমাইমা রডরিগেজ (২৯)-রা বিপর্যয় সামলে দেন। শেষের দিকে দীপ্তি (৩৯) ও রিচা ঘোষ (১১ বলে ২৩) ৬৮ রানের পার্টনারশিপ করে মাত্র ২৮.২ ওভারেই দলকে জিতিয়ে আনেন।