(Photo Credits: Getty Images)

টোকিও, ২৪ জুলাই: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) পুরুষদের হকিতে দারুণ শুরু ভারতের। গ্রুপ এ-র প্রথম খেলায় ভারত (Inddia) ৩-২ গোলে হারাল নিউ জিল্যান্ড (New Zeland)-কে। অনবদ্য গোলকিপিং করে দেশের হৃদয় জিতলেন শ্রীজেশ। শুরু থেকে ঝড় তুলে ম্যাচের ৩৩ মিনিটের মধ্যেই ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। কিউইরা রাসেলের গোলে মাত্র ৪ মিনিটে এগিয়ে যাওয়ার পর, ম্যাচের ১০ মিনিট রুপিন্দর পল দেশকে সমতায় ফেরান। এরপর হরমনপ্রীত ২৬ ও ৩৩ মিনিটে দু গোল করে দলকে ৩-১ নিয়ে যান। এরপর ম্যাচের ৪২ মিনিটে কিউই দল জেনিসের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে দেয়। এরপর ভারতের তারকা গোলকিপার শ্রীজেশ অসাধারণ কিছু সেভ করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন। আগামিকাল, রবিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারতীয় দল। আরও পড়ুন: টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতলেন চিনের শ্যুটার ইয়াং উইয়ান

৬টি দলের গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় প্রথম চারে থাকা দেশগুলি কোয়ার্টার ফাইনালে উঠবে। আজ হকির উদ্বোধনী ম্যাচে সোনা জয়ে ফেভারিট অস্ট্রেলিয়া ৫-৩ গোলে হারায় আয়োজক জাপানকে।

এদিকে, তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল (দীপিকা কুমারি, প্রবীণ যাদব জুটি)। এদিকে, গেমসের শুরুতেই একটা খেলায় ভারতের পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেল। টোকিও গেমসে অংশ নেওয়া দেশের একমাত্র জুডোকা সুশীলা দেবী লিকমাবাম মহিলাদের ৪৮ কেজি বিভাগের প্রথম রাউন্ডেই হাঙ্গেরির ইভা সেসরোনোস্কির বিরুদ্ধে হারেন ০-১০। জুডোতে আর কোনও বিভাগে কোনও ভারতীয় খেলার যোগ্যতা পাননি। ফলে জুডোতে পদক জয়ের আশা শেষ ভারতের।