টোকিও, ২৪ জুলাই: টোকিও অলিম্পিকে (Tokyo Olympic Games 2020) প্রথম সোনার পদকটা জিতলেন চিনের মহিলা শ্যুটার ইয়াং উইয়ান (YANG Qian)। টোকিও অলিম্পিকে পদক জয়ের প্রথম ইভেন্ট, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন চিনের ইয়াং উইয়ান। এই বিভাগে রুপো ও ব্রোঞ্জ জিতলেন যথাক্রমে আরওসি (রাশিয়া)-র আনাসতাসি গালাশানি ও সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টিন। তার মানে টোকিও অলিম্পিকের স্কোরবোর্ড এখন সোনার পদকে বউনি করল চিন। আরও পড়ুন: 

টোকিও অলিম্পিক ২০২০-র আগামিকালের ম্যাচে কোন ভারতীয় অ্যাথলিটরা নামছেন? জানুন বিস্তারিত

টোকিও গেমসে পদক জয়ের প্রথম এই ইভেন্টে ভারতের দুই শ্যুটার অপূর্বি চান্ডিলা ও এলাভেনিল ভালারিভান ফাইনালেই উঠতে পারেননি। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা নির্ণায়ক পর্বে ৫০ জন শ্যুটারের মধ্যে ভারতের এলাভেনিল ১৬ নম্বর স্থানে শেষ করেন। এলাভেনিল এখন বিশ্ব ক্রম তালিকায় শীর্ষে আছেন। আর ৫০ জনের মধ্যে ৩৬-এ শেষ করলেন ভারতের অভিজ্ঞ শ্যুটার অপূর্বি। ফলে গেমসের শুরুটা একেবারেই খারাপ হল ভারতের।

যে কোনও অলিম্পিকেই প্রথম সোনার পদক কে জিতলেন তা নিয়ে সবার আগ্রহ থাকে, করোনার কারণে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ায় গ্রীষ্মকালীন অলিম্পিকে রিও গেমসের পাঁচ বছর পর প্রথম সোনার পদকটি জিতলেন ইয়াং উইয়ান। রুপো জয়ী আরওসি-মানে হল রাশিয়ান অলিম্পিক কমিটি (রাশিয়া নিজেদের দেশের নামে খেলচে না)-র আনাসতাসি গালাশানি অনেক চেষ্টা করলেও চিনের শ্যুটারকে হারাতে পারলেনি না।

এদিকে, তিরন্দাজিতে ভাল খবর। চাইনিজ তাইপের কঠিন বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। শুরুটা খারাপ করেও পরে দুরন্ত খেলে চাইনিজ তাইপেকে ৫-৩ হারিয়ে শেষ আটে উঠল দীপিকা কুমারি ও প্রবীন যাদবের জুটি।