Sunil Chhetri. (Photo Credits: X)

মায়ানমারের বিরুদ্ধে ড্র করে গোলপার্থক্যের বিচারে এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে নক আউট রাউন্ডে উঠল ভারত। এবার বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনালে সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ সৌদি আরব। যে সৌদি গত বছর কাতার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারের মত মহাতারকারা এখন ইউরোপ ছেড়ে সৌদি আরবের লিগেই খেলছেন। তবে এশিয়ান গেমসের ফুটবলে আটজন ফুটবলারকে অনুর্ধ্ব ২৩ রাখতে হয়। তাই তিনজন ছাড়া মূলত যুব দলই খেলছে সব দলের।

রবিবার গ্রুপের শেষ ম্যাচে ফিফা ব়্যাঙ্কিংয়ে ১৬১ নম্বরে থাকা মায়ানমারের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন সুনীল ছেত্রীরা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে সুনীল ছেত্রীর করা গোলে এগিয়ে যায় ভারত। এরপর ৭৪ মিনিটে সমতায় ফেরে মায়নমার। গ্রুপে একটি ম্যাচ জয়, একটি ড্র ও একটিতে হেরে ভারতীয় দল চার পয়েন্টে গ্রুপের খেলা শেষ করল। সমসংখ্য়াক পেয়েছে মায়ানমারও। দুই দলের গোলপার্থক্যও সমান (-৩)। কিন্তু ভারত একটি গোল বেশী করার সুবাদে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল।

দেখুন সুনীলের পেনাল্টি থেকে করা গোল

দেখুন ফল

প্রসঙ্গত, চিনের বিরুদ্ধ ভারত হেরেছিল ১-৫ গোলে, আর সেখান মায়নামার হেরেছিল ০-১ গোলে। ভারত, মায়ানমার দুটি দেশই বাংলাদেশকে ১-০ গোলে হারায়। চিনের বিরুদ্ধে গোল করায় সুনীলরা সরাসরি প্রি কোয়ার্টারে উঠে গেলেন। বিদায়ের আগে চিনকে ০-০ গোলে রুখে দিয়ে চমকে দিল বাংলাদেশ। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় উঠল চিন। গ্রুপে তৃতীয় হওয়ায় নক আউটে উঠতে এখন মায়নামারের অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলোর তৃতীয় স্থানে থাকা দলগুলির পারফরম্যান্সের ওপর।

পুরুষদের ফুটবলের নক আউটে উঠলে হাংঝৌ এশিয়াডে মহিলাদের ফুটবলে গ্রুপ লিগ থেকেই বিদায় নিল ভারতীয় দল।