ছেলেদের বিশ্বজয়ের পর এবার মহিলাদের টেস্টে বড় সাফল্য। সব মিলিয়ে ক্রিকেটে সব দিকে সুদিন। চেন্নাই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ উইকেট জয় পেল ভারতীয় মহিলা দল। সবদিক থেকেই হরমনপ্রীত কৌর-এর দলের এই টেস্ট জয় স্মরণীয় ও নজিরের পর নজিরের গড়ার হয়ে থাকল। ভারতীয় মহিলা দল প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬০৩ করে ডিক্লেয়ার করে। জবাবে প্রথম ইনংসে ২৬৬ রানে অল আউট হয় প্রোটিয়া মহিলা দল। এরপর তাদের ফলো অন করান ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর। দ্বিতীয় ইনিংসে ভাল খেলে ৩৭৩ রান করে কোনওরকমে ইনিংস হার এড়ায় দক্ষিণ আফ্রিকা। ভারতের মহিলা দল দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৭ রান, বিনা উইকেটেই তুলে নেয়।
দ্বিতীয় ইনিংসে স্নেহ রানা, দীপ্তি শর্মা, রাজেশ্বেরী গায়কোয়েড় ২টি করে উইকেট নেন। এই টেস্টে প্রথম ইনিংসে ৮টি সহ মোট ১০টি উইকেট নিলেন দেরাদুনের অফ স্পিনার স্নেহ। দক্ষিণ আফ্রিকার সুনে লুস (১০৯) দুরন্ত সেঞ্চুরি ও নাদি ক্লার্ক ৬১ রানের অনবদ্য ইনিংস খেললেও শেষ অবদি সেই লড়াইটা কাজে আসেনি। জয়ের রানা তাড়া করতে নেমে আর ওপেন করেননি স্মৃতি মন্ধনা। প্রথম ইনিংসে ১৪৯ রানের অসাধারণ ইনিংস খেলা স্মৃতির পরিবর্তে দ্বিতীয় ইনিংসে শেফালি ভর্মা-র সঙ্গে ওপেন করেন শুভা শাথিশ। শেফালি ২৪ ও শুভা ১৩ রানে অপরাজিত থেকে দতলকে জিতিয়ে আনে। প্রথম ইনিংসে শেফালি ভর্মা ২০৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। মহিলাদের টেস্টের ইতিহাসে এক ইনিংসে এই ম্যাচেই সর্বোচ্চ রান করে ভারত (৫০৬)।
দেখুন ট্রফি হাতে অধিনায়িকা হরমনপ্রীত কৌর
𝙏𝙝𝙖𝙩 𝙬𝙞𝙣𝙣𝙞𝙣𝙜 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜! 🤩
Captain @ImHarmanpreet receives the @IDFCFIRSTBank Trophy 🏆#TeamIndia win the #INDvSA Test by 10 wickets 💪
Scorecard ▶️ https://t.co/4EU1Kp7wJe pic.twitter.com/wXHDzn6ZSh
— BCCI Women (@BCCIWomen) July 1, 2024
ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশী রানের ওপেনিং পার্টনারশিপ করেন স্মৃতি ও শেফালি। প্রথম ইনিংসে দু'জনে ওপেন করতে নেমে ২৯২ রান যোগ করেন। বাংলার মেয়ে রিচা ঘোষ প্রথম ইনিংসে ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। অধিনায়িকা হরমনপ্রীত ৬৯ ও জেমাইমা রডরগিজে ৫৫ রান করেন। প্রথম ইনিংসে ৭৭ রান দিয়ে ৮ উইকেট নেন স্নেহ রানা।
চেন্নাই টেস্টের সংক্ষিপ্ত স্কোরবোর্ড
ভারতীয় মহিলা দল: ৬০৩/৫ (ডি:), ৩৭/০
দক্ষিণ আফ্রিকা মহিলা: ২৬৬, ৩৭৩
ভারতীয় মহিলা দল জয়ী ১০ উইকেটে