লন্ডন, ২৬ জুন: বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে (ICC World Cup 2019) তাদের ষষ্ঠ ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির দল এই ম্যাচে জিতলে সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করবে। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটা ম্যাচে জিতে কার্যত বিদায় নেওয়া ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটা সুখি সমস্যা নিয়ে নামছে ভারত। তা হল চোট সারিয়ে ফিট হওয়া ভুবনেশ্বর কুমার নাকি আফগান ম্য়াচে হ্যাটট্রিক করা মহম্মদ শামি! কাকে প্রথম একাদশে জায়গা দেওয়া হবে তা নিয়ে দ্বিধায় টিম ইন্ডিয়া।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে আফগান ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ভুবনেশ্বর কুমারকে। ভুবি-র পরিবর্তে খেলতে নেমে রশিদ খানদের বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক সহ চার উইকেট নিয়ে নজর কাড়েন শামি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ২.৪ ওভারের বেশি বল করতে পারেনি হ্যামস্ট্রিংয়ের চোটের কাবু ভুবনেশ্বর কুমার। আরও পড়ুন-ধোনির সমালোচনা করায় খোদ সচিন তেন্ডুলকরকে নজিরবিহীন কায়দায় আক্রমণ
এবার ভুবি ফিট হওয়ায় প্রশ্ন হচ্ছে বুমরার সঙ্গে কে খেলবেন শামি না ভুবি? ভারতীয় দলের কম্বিনেশনটা এখন এতটাই সেট করে গিয়েছে যে ভুবি, শামি-দুজনেরই প্রথম একাদশে থাকার উপায় নেই। দুই স্পেশালিস্ট পেসার, এক অলরাউন্ডার পেসার, দুই স্পিনারে খেলছে ভারত।
ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচে শামি না ভুবি কাকে প্রথম একাদশে খেলানো উচিত তা নিয়ে নিজের মত জানালেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার সাফ বললেন, 'আফগান ম্যাচে হ্যাটট্রিক করলেও শামি নয়, বরং ভুবনেশ্বর কুমারকেই খেলানো উচিত।' এর কারণ হিসিবে সচিন বললেন, ইংল্যান্ডের পিচ-পরিবেশে ভুবির বল স্যুইং করার ক্ষমতার কথা। ভুবি তাঁর সুইংয়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যানদের সমস্য়ায় ফেলতে পারেন বলে জানালেন সচিন।