গুয়াহাটি, ১০ জানুয়ারি: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে জায়গা হল না সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav)। রাজকোট টি-২০-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্য সেঞ্চুরি করে দলকে সিরিজ জিতিয়ে সূর্য এসেছিলেন গুয়াহাটিতে। কিন্তু ওয়ানডে-তে দুর্ধষ ফর্মে থাকা শ্রেয়স আইয়ারের ওপর আস্থা রেখে, মিডল অর্ডারে সূর্যকে জায়গা দেওয়া গেল না। শুভমন গিলকে ওপেনার হিসেব নামানোয়, আর ইশান কিষাণের পরিবর্তে কেএল রাহুল উইকেটকিপার হিসেবে খেলায় শ্রেয়স বা সূর্যের মধ্যে থেকে যে কোনও একজনকে বেছে নিতে হত।
ওয়ানডে-তে অবিশ্বাস্য ফর্মে থাকা শ্রেয়সের ওপরেই ভরসা রাখলেন অধিনায়ক রোহিত। এর ফলে যা দাঁড়াল তার নির্যাসটা এরকম-শেষ ম্যাচে সেঞ্চুরি করেও বাদ পড়লেন সূর্যকুমার। অন্যদিকে, দেশের শেষ ওয়ানডে-তে ডবল সেঞ্চুরির পরেও নেই ইশান। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেও ঠিক তার পরের ওয়ানডে-তে দলে জায়গা হল না ইশানের।
আরও পড়ুন- সরাসরি কীভাবে দেখবেন গুয়াহাটি ওয়ানডে
গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে টসে জিতল শ্রীলঙ্কা, প্রথমে ব্যাট করছে ভারত। তিন পেসার হিসেবে আছেন মহম্মদ শামি, উমরন মালিক ও মহম্মদ সিরাজ। দুই স্পিনার হিসেবে খেলছেন চাহাল ও অক্ষর প্যাটেল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমন গিল। তিনে নামবেন বিরাট কোহলি। তারপর নামবেন শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া।
গুয়াহাটিতে ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্য়াটেল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমরন মালিক, যুজবেন্দ্র চাহাল।