India vs Pakistan Next Math: টানা তিনটে রবিবার বাইশ গজে মুখোমুখি খেলে ফেলল ভারত ও পাকিস্তান (IND vs PAK)। এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ লিগ, সুপার ফোর আর ফাইনাল-তিনটি রবিবার তিনটি ভারত-পাক ম্য়াচ হয়ে গেল। তিনটি ম্য়াচই পাকিস্তানকে হারাল ভারত। গ্রুপ লিগে সূর্যকুমার যাদবদের কাছে সলমন আলি আঘা-রা ধরাশায়ী, সুপার ফোরে পরাস্ত, আর ফাইনালে পরাজিত হলেন। এবার অনেকেই জানতে চাইছেন, কবে আবার ভারত-পাকিস্তান বাইশ গজে মুখোমুখি হবে। চলুন সেটা একবার জেনে নেওয়া যাক।
সবার আগে বলা যাক, ভারত কিন্তু পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনও সিরিজে খেলবে না। মানে, দুটি দেশ দু দেশের সঙ্গে কোনও রকম ক্রিকেটীয় সম্পর্ক রাখছে না। যেমন টিম ইন্ডিয়া কখনও ইংল্যান্ড, কখন অস্ট্রেলিয়ায় পাঁচ কিংবা তিন টেস্ট-ওয়ানডে, টি-২০ সিরিজ খেলতে যায়, বা সফরকারী দল আসে, তেমন ভারত এখন পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে না, বা পাকিস্তানও আসবে না। ভারত শুধুমাত্র বিশ্বকাপ সহ আইসিসি টুর্নামেন্ট, এশিয়া কাপ, অলিম্পিক বা এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এশিয়া কাপে টানা তিনটি রবিবার মুখোমুখি হওয়ার পর, ভারত-পাকিস্তান ম্যাচ এবার হবে মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আগামী ১২ অক্টোবর, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হরমনপ্রীত কৌররা খেলবেন ফতিমা সানাদের বিরুদ্ধে। তার মানে একটা রবিবার বাদে আরও একটা সুপার সানডে-তে ভারত-পাক ম্যাচ। তবে সেটা মহিলাদের। মহিলাদের বিশ্বকাপে সেমিফাইনাল বা ফাইনালে ভারত-পাক ম্য়াচ হতে পারে। তবে তার সম্ভাবনা খুবই কম। কারণ মহিলাদের ক্রিকেটে ভারত শক্তিধর দেশ হলেও, পাকিস্তান দ্বিতীয় সারির দল। পাকিস্তান কোয়ালিফাইং রাউন্ডে খেলে মহিলাদের বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করেছে। আসন্ন মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দু-একটা ছোটখাট অঘটন ঘটানোর ক্ষমতা রাখলেও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কম। ম মহিলাদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইটা মূলত হবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের মধ্য়ে। সেখানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে তেমন বড় আশা নেই।
পুরুষদের ক্রিকেটে চলতি বছর আর ভারত-পাকিস্তানের মধ্য়ে কোনও ম্য়াচ নেই। টিম ইন্ডিয়া এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। তারপর অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি-২০ সিরিজ। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ। সেখানে পাকিস্তান এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলবে। তারপর দেশের মাটিতে পাকিস্তান ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। ভারত ও পাকিস্তান পুরুষদের ক্রিকেটে এবার মুখোমুখি হতে পারে আগামী বছর টি-২০ বিশ্বকাপে। ২০২৬ সালে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ২০টি দেশকে নিয়ে ভারতে হবে টি-২০ বিশ্বকাপ। পাকিস্তান অবশ্য ভারতে নয়, খেলবে নিরপেক্ষ কোনও দেশের মাটিতে। এই টি-২০ বিশ্বকাপের সূচি এখনও প্রকাশিত হয়নি। তবে ভারত-পাকিস্তান ম্যাচের জনপ্রিয়তার কথা মাথায় রেখে বলাই যায়, সূচি এমনভাবে করা হবে, যাতে ওয়াঘা সীমান্তের দুই পাড়ের দেশ যাতে একে অপরের মুখোমুখি হয়।
মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আর সপ্তাহ দুয়েক পরই হতে চলেছে ভারত বনাম পাকিস্তান (১২ অক্টোবর, কলম্বো)। অন্যদিকে, পুরুষদের ক্রিকেটে পরবর্তী ভারত-পাকিস্তান ম্যাচটি হতে চলেছে খুব সম্ভবত আগামী বছর ফেব্রুয়ারিতে (টি-২০ বিশ্বকাপে)। তবে তার আগে জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হতে চলা অনুর্ধ্ব ১৯ ছেলেদের ক্রিকেট বিশ্বকাপে (2026 ICC Under-19 Men's Cricket World Cup) হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। বৈভব সূর্যবংশীরা সম্ভবত জানুয়ারিতেই খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে।