Aishanya Dwivedi: বুকে অনেক যন্ত্রণা চেপে রেখে রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) বয়কট করার আবেদন জানালেন গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় নিহত পর্যটক শুভম দ্বিবেদী (Shubham Dwivedi) র স্ত্রী ঐশ্বন্যা। আগামিকাল, রবিবার দুবাইয়ে এশিয়া কাপে গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। পহেলগাম জঙ্গি হামলা, অপরাশেন সিঁদুর ও ওয়াঘা সীমান্তের দুই দেশের উত্তেজনার পর এই প্রথম বাইশ গজে আয়োজিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আর এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ঐশ্বন্যা দ্বিবেদী। সাংবাদিকের সামনে ক্ষোভ উগড়ে গিয়ে ঐশ্বন্যা দ্বিবেদী সরাসরি বিসিসিআই, সম্প্রচারকারী সংস্থা সোনি ও স্পন্সরদের তোপ দাগলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই হচ্ছে এই ম্য়াচ, তাই তাঁর তোপ কেন্দ্র সরকারের বিরুদ্ধেও থাকল। দেশের ক্রিকেটাররা কেন এই ম্য়াচ খেলছেন, প্রাক্তন ক্রিকেটাররা কেন ভারত-পাক ম্য়াচ হতে চলা নিয়ে কোনও বিরোধিতা সেই প্রশ্নও তুলেছেন তিনি।
একের পর এক তোপ ঐশ্বন্যার
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চলায় ক্ষোভপ্রকাশ করে ঐশ্বন্যা দ্বিবেদী ক্ষোভ উগড়ে দিয়ে বললেন,"ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের কোনও আবেগ নেই পহেলগামে যে ২৬ জন জঙ্গিদের আক্রমণে প্রাণ হারাল তাদের নিয়ে। অপারেশন সিঁদুরে শহিদ জওয়ানদের আত্মত্য়াগও বিসিসিআইয়ের কাছে কিছুই নয়। আসলে অর্থ ছাড়া ওরা আর কোনও কিছুই বোঝে না। ওদের পরিবারের কেউ সেদিন প্রাণ হারায়নি বলেই ওরা পাকিস্তানের মত সন্ত্রাসবাদী দেশের সঙ্গে খেলছে। এই খেলার মাধ্যমে পাকিস্তান অনেক অর্থ রোজগার করবে, তারপর সেই অর্থেই পরে আমাদের এখানে আক্রমণ করবে।"এরপর ঐশ্বন্যা আবেদন করলেন, "ভারত-পাকিস্তান ম্যাচ কেউ টিভিতে দেখবেন না, স্টেডিয়ামে যাবেন না। পুরোপুরি বয়কট করুন।"এশিয়া কাপের সম্প্রচারকারী সংস্থা সোনি স্পোর্টসের উদ্দেশ্য়ে তোপ দেগে ঐশ্বন্য়া বললেন,"ওরা যেভাবে বড় করে এই ম্যাচের প্রচার সেটা দেখে লজ্জা হচ্ছে।"
দেখুন কী বললেন পহেলগাম জঙ্গি হামলায় বিধবা হওয়া ঐশ্বন্যা দ্বিবেদী
Uttar Pradesh: Do not go to the stadium, do not switch on your TV — says Aishanya Dwivedi, wife of Pahalgam terror attack victim Shubham Dwivedi, urging people to boycott the India–Pakistan Asia Cup 2025 match, accusing BCCI and sponsors of insensitivity towards the 26 victims’… pic.twitter.com/UB0TdwbZr6
— The Truth India (@thetruthin) September 13, 2025
বিয়ের দু মাস পর মধুচন্দ্রিমায় গিয়ে বিধবা হন ঐশ্বন্যা
বিয়ের মাস দুয়ের পর নবদম্পতি কানপুরের ব্যবসায়ী শুভম ও ঐশ্বন্যা ভারতের সুইজারল্যান্ড হিসাবে পরিচিত কাশ্মীরের পহেলগামের বৈসরনে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। কিন্তু অন্ততনাগের বৈসরনেই জঙ্গিরা এলোপাথাড়িগুলিতে শুভম দ্বিবেদীকে ঝাঁঝরা করে দিয়েছিলেন। মধুচন্দ্রমিয়া গিয়ে বিধাবা হওয়াক পরেও সংবাদমাধ্যমের সামনে কখনও বিভেদের কথা বলেননি ঐশ্বন্যা। পহেলগামে ঝহ্গি হামলায় ধর্মীয় উস্কানিমূলক ন্যারেটিভে সঙ্গে না দেওয়া তাঁকে সোশ্যাল মিডিয়ায় রোষানলেও পড়তে হয়েছি। কিন্তু এরপরেও ধৈর্য্য ধরে রেখে দারুণ কথা বলেছেন তিনি।