India vs New Zealand ICC World Cup 2019 Match: আশঙ্কাই সত্য়ি হল, বৃষ্টিতে নির্ধারিত সময়ে শুরু হল না ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ
বৃষ্টিতে নির্ধারিত সময়ে শুরু হল না ভারত-নিউজিল্যান্ড ম্য়াচ।

নটিংহ্যাম, ১৩ জুন: নটিংহ্যামে তুমুল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হল না বিশ্বকাপ (ICC World Cup 2019)-এ ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ। সকালের দিকে বৃষ্টি বন্ধ, আকাশ পরিষ্কার হলেও নটিংহ্যামের স্থানীয় সময় সওয়া দশটা নাগাদ ফের শুরু হয় বৃষ্টি। ট্রেন্টব্রিজের পিচ এখন কভারে ঢাকা। আউটফিল্ডে জমে জল। মাঠকর্মীরা মাঠ পরিচর্যার কাজ শুরু করে দিয়েছেন। বৃষ্টি থামার কোনও লক্ষ্মণ এখনও দেখা যাচ্ছে না। ভারত-নিউজিল্যান্ড, চলতি বিশ্বকাপের অংশগ্রহণকারী দশটি দলের মধ্যে এখনও অপরাজিত।

যেভাবে বৃষ্টি চলছে তাতে আজও দুটি দল অপরাজিত থেকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তিনটি ম্যাচ বিশ্বকাপে ইতিমধ্যেই ভেস্তে গিয়েছে। আজ বৃষ্টিতে বিশ্বকাপ ২০১৯-এর চতুর্থ ম্যাচটা মাঠে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরো পড়ুন- ICC Test Championship: ৩ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জামাইকায় অভিযান শুরু ভারতের

মাঠে সুপার সপার ব্যবহার করে মাঠকে খেলার উপযোগী করার চেষ্টা চলছে। তবে কখন আবার বৃষ্টি এসে সব মাটি করে দেয় সেই আশঙ্কায় ভুগছে অনেকে। সকালের দিকে বৃষ্টি বন্ধ হয়ে আকাশ পরিষ্কার হলেও নটিংহ্যামের স্থানীয় সময় সওয়া দশটা নাগাদ ফের শুরু হয় বৃষ্টি। ট্রেন্টব্রিজের পিচ এখন কভারে ঢাকা। আউটফিল্ডে জমে জল। মাঠকর্মীরা মাঠ পরিচর্যার কাজ শুরু করে দিয়েছেন।