Junior Hockey India Team (Photo Credit: Hockey India/ X)

আজ কুয়ালালামপুরে এফআইএইচ পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে ভারতের পুরুষ জুনিয়র দল। দুই রাত আগে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্মরণীয় জয়ের পর আত্মবিশ্বাসে ভরে উঠেছে ভারত। উত্তম সিংয়ের নেতৃত্বাধীন দল হাফ টাইমে একটি গোল না করে দুটি গোল পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডসকে পরাজিত করে। আগের ম্যাচগুলোতেও কোরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ভারত তবে স্পেনের কাছে ৪-১ গোলে হেরেছে তারা এবং কানাডাকে ১০-১ গোলে উড়িয়ে শেষ পর্যন্ত পুল সি-তে দ্বিতীয় স্থান নিশ্চিত করে। লিগপর্বের পর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা নেদারল্যান্ডসকে ভারত কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলের ব্যবধানে হারায়। তবে জার্মানির বিরুদ্ধে চলতি বছর খুব একটা ভাল সময় কাটেনি ভারতের জুনিয়র হকি দলের। ২০২৩ সালে জার্মানির বিপক্ষে তারা খেলে চারটিতেই হেরেছে। Vijay Hazare Semi-Final Live Streaming: রাজস্থান বনাম কর্ণাটক, দ্বিতীয় সেমিফাইনাল, বিজয় হাজারে ট্রফি; সরাসরি দেখুন

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম জার্মানির জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ?

১৪ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম জার্মানি।

কখন থেকে শুরু হবে ভারত বনাম জার্মানি জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ?

ভারত বনাম জার্মানির জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় ভারত বনাম জার্মানি জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখবেন

সরাসরি টিভিতে ভারত বনাম জার্মানি জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম জার্মানি জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ

সরাসরি অনলাইনে ভারত বনাম জার্মানি জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।